ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মাতম 4:1-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. হায়, সোনা কেমন মলিন হয়েছে!খাঁটি সোনা কেমন বিকৃত হয়েছে!বায়তুল-মোকাদ্দসের পাথরগুলো প্রতিটি রাস্তার মাথায় নিক্ষিপ্ত রয়েছে।

2. হায়, বহুমূল্য সিয়োন-পুত্ররা, যারা খাঁটি সোনার মত,তারা মৃন্ময় ভাণ্ডের মত, কুম্ভকারের হাতের তৈরি বস্তুর মত গণিত হয়েছে।

3. শৃগালীরাও স্তন দেয়, নিজ নিজ শিশুদেরকে দুধ পান করায়;আমার জাতিরূপ কন্যা নিষ্ঠুরা হয়েছে, মরুভূমিস্থ উটপাখিদের ন্যায়।

4. স্তন্যপায়ী শিশুর জিহ্বা পিপাসায় তালুতে সংলগ্ন হয়েছে;বালক-বালিকারা রুটি চাচ্ছে,কেউ তাদেরকে তা দেয় না।

5. যারা উপাদেয় দ্রব্য ভোজন করতো,তারা এতিম হয়ে পথে পথে রয়েছে;যাদেরকে লাল রংয়ের কাপড় পরিয়ে লালন-পালন করা যেত,তারা সারের ঢিবি আলিঙ্গন করছে।

6. বাস্তবিক আমার জাতিরূপ কন্যার অপরাধসেই সাদুমের গুনাহ্‌ হতেও বেশি,যা এক নিমিষে উৎপাটিত হয়েছিল,অথচ তার উপরে মানুষের হাত পড়ে নি।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মাতম 4