ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মাতম 3:48-57 কিতাবুল মোকাদ্দস (BACIB)

48. আমার জাতিরূপ কন্যার ভঙ্গের কারণেআমার চোখ থেকে পানির ধারা বইছে।

49. আমার চোখ অবিশ্রান্ত অশ্রুতে ভাসছে, বিরাম পায় না,

50. যে পর্যন্ত মাবুদ বেহেশত থেকে হেঁট হয়ে দৃষ্টিপাত না করেন।

51. আমার নগরীর সমস্ত কন্যার বিষয়ে আমি যা দেখতে পাচ্ছি তাতে আমার কাঁদছে।

52. অকারণে যারা আমার দুশমন,তারা আমাকে পাখির মত শিকার করেছে।

53. তারা আমার জীবন কূপে সংহার করেছে,এবং আমার উপরে পাথর নিক্ষেপ করেছে।

54. আমার মাথার উপর দিয়ে পানি বয়ে গেল;আমি বললাম, আমি উচ্ছিন্ন হয়েছি।

55. হে মাবুদ, আমি পাতালের কুয়ার মধ্য থেকেতোমার নামে ডেকেছি।

56. তুমি আমার ফরিয়াদ শুনেছ;আমার নিঃশ্বাস, আমার আর্তনাদ থেকে কান লুকিয়ে রেখো না।

57. যেদিন আমি তোমাকে ডেকেছি,সেই দিন তুমি কাছে এসেছো, বলেছ, ভয় করো না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মাতম 3