ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মাতম 3:44-53 কিতাবুল মোকাদ্দস (BACIB)

44. তুমি মেঘে নিজেকে আচ্ছাদন করেছ,মুনাজাত তা ভেদ করতে পারে না।

45. তুমি জাতিদের মধ্যে আমাদেরকে জঞ্জাল ও আবর্জনার মত করেছ।

46. আমাদের সমস্ত দুশমন আমাদের বিরুদ্ধে মুখ খুলে হা করেছে।

47. ত্রাস ও খাত, উৎসন্নতা ও ভঙ্গ, আমাদের প্রতি উপস্থিত।

48. আমার জাতিরূপ কন্যার ভঙ্গের কারণেআমার চোখ থেকে পানির ধারা বইছে।

49. আমার চোখ অবিশ্রান্ত অশ্রুতে ভাসছে, বিরাম পায় না,

50. যে পর্যন্ত মাবুদ বেহেশত থেকে হেঁট হয়ে দৃষ্টিপাত না করেন।

51. আমার নগরীর সমস্ত কন্যার বিষয়ে আমি যা দেখতে পাচ্ছি তাতে আমার কাঁদছে।

52. অকারণে যারা আমার দুশমন,তারা আমাকে পাখির মত শিকার করেছে।

53. তারা আমার জীবন কূপে সংহার করেছে,এবং আমার উপরে পাথর নিক্ষেপ করেছে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মাতম 3