ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মাতম 3:28-40 কিতাবুল মোকাদ্দস (BACIB)

28. সে একাকী বসুক, নীরব থাকুক,কারণ তিনি তার কাঁধে [জোয়াল] রেখেছেন।

29. সে ধুলাতে মুখ দিক, তবে প্রত্যাশা হলে হতেও পারে।

30. সে তার প্রহারকের কাছে গাল পেতে দিক; অপমানে পরিপূর্ণ হোক।

31. কেননা প্রভু চিরতরে পরিত্যাগ করবেন না।

32. যদিও মনস্তাপ দেন, তবুও তাঁর প্রচুর অটল মহব্বত অনুসারে করুণা করবেন।

33. কেননা তিনি অন্তরের সঙ্গে দুঃখ দেন না,মানুষকে শোকার্ত করেন না।

34. লোকে যে দেশের বন্দীদেরকে পদতলে দলিত করে,

35. সর্বশক্তিমানের সম্মুখে মানুষের প্রতি অন্যায় করে,

36. কারো বিবাদের অন্যায় নিষ্পত্তি করে,তা প্রভু দেখতে পারেন না।

37. প্রভু হুকুম না করলে কার কালাম সিদ্ধ হতে পারে?

38. সর্বশক্তিমানের মুখ থেকে কি বিপদ ও সম্পদ দুই বের হয় না?

39. জীবিত মানুষ কেন আক্ষেপ করে,প্রত্যেক ব্যক্তি তার গুনাহ্‌র দণ্ডের জন্য?

40. এসো, আমরা নিজ নিজ পথের সন্ধান ও পরীক্ষা করি,এবং মাবুদের কাছে ফিরে আসি;

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মাতম 3