ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মাতম 3:23-33 কিতাবুল মোকাদ্দস (BACIB)

23. নতুন নতুন করুণা প্রতি প্রভাতে! তোমার বিশ্বস্ততা মহৎ।

24. আমার প্রাণ বলে, মাবুদই আমার অধিকার;এজন্য আমি তাঁতে প্রত্যাশা করবো।

25. মাবুদ মঙ্গলস্বরূপ, তাঁর আকাঙক্ষীদের পক্ষে,তাঁর অন্বেষী প্রাণের পক্ষে।

26. মাবুদের উদ্ধারের প্রত্যাশা করা,নীরবে অপেক্ষা করা, এ-ই মঙ্গল।

27. যৌবনকালে জোয়াল বহন করা মানুষের মঙ্গল।

28. সে একাকী বসুক, নীরব থাকুক,কারণ তিনি তার কাঁধে [জোয়াল] রেখেছেন।

29. সে ধুলাতে মুখ দিক, তবে প্রত্যাশা হলে হতেও পারে।

30. সে তার প্রহারকের কাছে গাল পেতে দিক; অপমানে পরিপূর্ণ হোক।

31. কেননা প্রভু চিরতরে পরিত্যাগ করবেন না।

32. যদিও মনস্তাপ দেন, তবুও তাঁর প্রচুর অটল মহব্বত অনুসারে করুণা করবেন।

33. কেননা তিনি অন্তরের সঙ্গে দুঃখ দেন না,মানুষকে শোকার্ত করেন না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মাতম 3