ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মাতম 3:15-25 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. তিনি আমাকে তিক্ততায় পূর্ণ করেছেন,আমাকে নাগদানায় পূরিত করেছেন।

16. তিনি কঙ্কর দ্বারা আমার দাঁত ভেঙ্গেছেন,আমাকে ভস্মে আচ্ছাদন করেছেন।

17. তুমি আমার প্রাণ শান্তি থেকে দূর করেছ,আমি মঙ্গল ভুলে গিয়েছি।

18. আমি বললাম, আমার বল ও মাবুদতে আমার প্রত্যাশা নষ্ট হয়েছে।

19. আমি স্মরণ করলাম আমার দুঃখ ও আমার দুর্দশা, নাগদানা ও বিষ।

20. আমার প্রাণ নিত্য তা স্মরণে রাখছে,আমার প্রাণ আমার অন্তরে অবসন্ন হচ্ছে।

21. আমি পুনর্বার এই কথা মনে করি,তাই আমার প্রত্যাশা আছে।

22. মাবুদের অটল মহব্বতের গুণে আমরা নষ্ট হই নি;কেননা তাঁর বিবিধ করুণা শেষ হয় নি।

23. নতুন নতুন করুণা প্রতি প্রভাতে! তোমার বিশ্বস্ততা মহৎ।

24. আমার প্রাণ বলে, মাবুদই আমার অধিকার;এজন্য আমি তাঁতে প্রত্যাশা করবো।

25. মাবুদ মঙ্গলস্বরূপ, তাঁর আকাঙক্ষীদের পক্ষে,তাঁর অন্বেষী প্রাণের পক্ষে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মাতম 3