ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মাতম 2:7-22 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. প্রভু তাঁর নিজের কোরবানগাহ্‌ দূর করেছেন,তাঁর পবিত্র স্থান ঘৃণা করেছেন;তিনি তার অট্টালিকার ভিত্তি শত্রুর হাতে তুলে দিয়েছেন;তারা মাবুদের গৃহমধ্যে ঈদের দিনের মত কোলাহল করেছে।

8. মাবুদ সিয়োন-কন্যার প্রাচীর নষ্ট করার সঙ্কল্প করেছেন;তিনি সূত্রপাত করেছেন,লোপ করণ থেকে নিজের হাত থামিয়ে রাখেন নি;তিনি পরিখা ও প্রাচীরকে মাতম করিয়েছেন,সেসব একসঙ্গে তেজোহীন হয়েছে।

9. তোরণদ্বার সকল মাটিতে আচ্ছন্ন হয়েছে,তিনি তার অর্গল নষ্ট ও খণ্ড খণ্ড করেছেন;তার বাদশাহ্‌ ও নেতৃবর্গ জাতিদের মধ্যে থাকে;পরিচালনার কিতাব বলতে আর কিছু নেই;তার নবীরাও মাবুদের কাছ থেকে কোন দর্শন পায় না।

10. সিয়োন-কন্যার প্রাচীনেরা মাটিতে বসে আছে,নীরব হয়ে রয়েছে;তারা নিজ নিজ মাথায় ধূলি ছড়িয়েছে,তারা কোমরে চট বেঁধেছে,জেরুশালেম-কুমারীরা ভূমি পর্যন্ত মাথা হেঁট করেছে।  

11. আমার নেত্রযুগল অশ্রুপাতে ক্ষীণ হয়েছে,আমার অন্ত্র জ্বলছে;আমার লোকদের ধ্বংসের কারণেআমার যকৃৎ মাটিতে ঢালা যাচ্ছে,কেননা নগরের চকে চকে বালক-বালিকাও স্তন্যপায়ী শিশু মূর্চ্ছাপন্ন হয়।

12. তারা নিজের নিজের মাকে বলে,গম ও আঙ্গুর-রস কোথায়?কেননা তারা নগরের চকে চকে তলোয়ারে বিদ্ধ লোকদের মত মূর্চ্ছাপন্ন হয়,নিজ নিজ মাতার বক্ষঃস্থলে প্রাণত্যাগ করে।

13. অয়ি জেরুশালেম-কন্যে,আমি কি বলে তোমার কাছে সাক্ষ্য দেব?কিসের সঙ্গে তোমার উপমা দেব?অয়ি সিয়োন-কুমারী, আমি তোমার সান্ত্বনার জন্যকিসের সঙ্গে তোমার তুলনা দেব?কেননা তোমার আঘাত সমুদ্রের মত বিশাল,তোমার চিকিৎসা করা কার সাধ্য?

14. তোমার নবীরা তোমার জন্য মিথ্যা ও মূর্খতার দর্শন পেয়েছে,তারা তোমার বন্দীদশা ফিরাবার জন্য তোমার অধর্ম ব্যক্ত করে নি,কিন্তু তোমার জন্য মিথ্যা দৈববাণী সকলও নির্বাসনের বিষয় সকল দর্শন করেছে।

15. যেসব লোক তোমার কাছ দিয়ে যায়,তারা তোমার দিকে হাততালি দেয়;তারা শিশ দিয়ে জেরুশালেম-কন্যার দিকে মাথা নেড়ে বলে,এ কি সেই নগর, যা ‘পরম সৌন্দর্যের স্থল’ও ‘সমস্ত দুনিয়ার আনন্দ-স্থল’ নামে আখ্যাত ছিল?

16. তোমার সমস্ত দুশমন তোমার বিরুদ্ধে মুখ খুলে হ্যাঁ, করেছে,তারা শিস দিয়ে দাঁত ঘর্ষণ করে,বলে, আমরা তাকে গ্রাস করলাম,এটি অবশ্য সেদিন, যার আকাঙ্খা করতাম;আমরা পেলাম, দেখলাম।

17. মাবুদ যে সঙ্কল্প করেছিলেন, তা সিদ্ধ করেছেন;পুরাকালে যা হুকুম করেছিলেন,সেই কালাম পূর্ণ করেছেন,তিনি নিপাত করেছেন, রহম করেন নি;তিনি দুশমনকে তোমার উপরে আনন্দ করতে দিয়েছেন,তোমার বিপক্ষদের শিং উঁচু করেছেন।

18. লোকদের অন্তর প্রভুর কাছে কান্নাকাটি করেছে;অহো সিয়োন-কন্যার প্রাচীর!দিনরাত অশ্রুধারা পানির স্রোতের মত বয়ে যাক,নিজেকে কোন বিশ্রাম দিও না,তোমার চোখের তারাকে ক্ষান্ত হতে দিও না।

19. উঠ, রাতের বেলায় প্রত্যেক প্রহরের আরম্ভে মাতম কর,প্রভুর সম্মুখে তোমার অন্তর পানির মত ঢেলে দাও,তাঁর উদ্দেশে হাত তোল,তোমার শিশুদের প্রাণ রক্ষার্থে,যারা প্রতি রাস্তার মোড়ে মোড়ে ক্ষুধায় মূর্চ্ছাপন্ন রয়েছে।

20. দেখ, হে মাবুদ, মনযোগ দাও,তুমি কার প্রতি এমন ব্যবহার করেছ?স্ত্রীলোক কি তার গর্ভফল, যাদেরকে হাতে করে দুলিয়েছে,সেই শিশুদেরকে ভোজন করবে?প্রভুর পবিত্র স্থানে কি ইমাম ও নবী নিহত হবে?

21. বালক ও বৃদ্ধ পথে পথে ভূমিতে পড়ে আছে,আমার কুমারীরা ও আমার যুবকেরাতলোয়ারের আঘাতে মারা পড়েছে;তুমি তোমার ক্রোধের দিনে তাদেরকে হত্যা করেছ;তুমি হত্যা করেছ, দয়া কর নি।

22. তুমি চারদিক থেকে আমার ত্রাস সকলকেঈদের দিনে মত আহ্বান করেছ;মাবুদের ক্রোধের দিনে উত্তীর্ণ বা রক্ষা পাওয়া কেউই রইলো না;আমি যাদেরকে দোলাতাম ও ভরণপোষণ করতাম,আমার দুশমন তাদেরকে সংহার করেছে।  

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মাতম 2