ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মাতম 2:18-22 কিতাবুল মোকাদ্দস (BACIB)

18. লোকদের অন্তর প্রভুর কাছে কান্নাকাটি করেছে;অহো সিয়োন-কন্যার প্রাচীর!দিনরাত অশ্রুধারা পানির স্রোতের মত বয়ে যাক,নিজেকে কোন বিশ্রাম দিও না,তোমার চোখের তারাকে ক্ষান্ত হতে দিও না।

19. উঠ, রাতের বেলায় প্রত্যেক প্রহরের আরম্ভে মাতম কর,প্রভুর সম্মুখে তোমার অন্তর পানির মত ঢেলে দাও,তাঁর উদ্দেশে হাত তোল,তোমার শিশুদের প্রাণ রক্ষার্থে,যারা প্রতি রাস্তার মোড়ে মোড়ে ক্ষুধায় মূর্চ্ছাপন্ন রয়েছে।

20. দেখ, হে মাবুদ, মনযোগ দাও,তুমি কার প্রতি এমন ব্যবহার করেছ?স্ত্রীলোক কি তার গর্ভফল, যাদেরকে হাতে করে দুলিয়েছে,সেই শিশুদেরকে ভোজন করবে?প্রভুর পবিত্র স্থানে কি ইমাম ও নবী নিহত হবে?

21. বালক ও বৃদ্ধ পথে পথে ভূমিতে পড়ে আছে,আমার কুমারীরা ও আমার যুবকেরাতলোয়ারের আঘাতে মারা পড়েছে;তুমি তোমার ক্রোধের দিনে তাদেরকে হত্যা করেছ;তুমি হত্যা করেছ, দয়া কর নি।

22. তুমি চারদিক থেকে আমার ত্রাস সকলকেঈদের দিনে মত আহ্বান করেছ;মাবুদের ক্রোধের দিনে উত্তীর্ণ বা রক্ষা পাওয়া কেউই রইলো না;আমি যাদেরকে দোলাতাম ও ভরণপোষণ করতাম,আমার দুশমন তাদেরকে সংহার করেছে।  

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মাতম 2