অধ্যায়

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5

ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মাতম 1 কিতাবুল মোকাদ্দস (BACIB)

জেরুশালেমের অপমান

1. হায়, সেই নগরী কেমন একাকিনী বসে আছে যে লোকে পরিপূর্ণা ছিল।সে বিধবার মত হয়েছে, যে জাতিদের মধ্যে প্রধানা ছিল।প্রদেশগুলোর মধ্যে যে রাজ্ঞী ছিল, সে কর্মাধীনা বাঁদী হয়েছে।

2. সে রাতের বেলা ভীষণ কান্নাকাটি করে; তার গণ্ডে অশ্রু পড়ছে;তার সমস্ত প্রেমিকের মধ্যে এমন এক জনও নেই যে,তাকে সান্ত্বনা দেবে;তার বন্ধুরা সকলে তাকে প্রবঞ্চনা করেছে,তারা তার দুশমন হয়ে উঠেছে।

3. এহুদা দুঃখে ও মহা গোলামীত্বে নির্বাসিত হয়েছে;সে জাতিদের মধ্যে বাস করছে, বিশ্রাম পায় না;তার তাড়নাকারীরা সকলে সঙ্কীর্ণ পথে তাকে ধরেছিল।

4. সিয়োনের রাস্তাগুলো শোক করছে,কারণ কেউ ঈদে আসে না;তার সমস্ত দ্বার শূন্য;তার ইমামেরা দীর্ঘনিশ্বাস ত্যাগ করে;তার কুমারীরা ক্লিষ্টা, সে নিজে কষ্ট পাচ্ছে।

5. তার দুশমনরা তার মালিকস্বরূপ হয়েছে,তার দুশমনরা ভাগ্যবান হয়েছে;কেননা তার অনেক অধর্মের দরুন মাবুদ তাকে ক্লিষ্ট করেছেন;তার শিশু বালকেরা বিপক্ষের আগে আগে বন্দী হয়ে গেছে।

6. আর সিয়োন-কন্যার সমস্ত শোভা তাকে ছেড়ে গেছে;তার নেতৃবর্গ এমন হরিণগুলোর মত হয়েছে,যারা চরাণি-স্থান পায় না;তারা শক্তিহীন হয়ে তাড়নাকারীদের আগে আগে গমন করেছে।

7. জেরুশালেম নিজের দুঃখের ও দুর্গতির সময়ে,নিজের পুরানো দিনের মনোহর সামগ্রীগুলোর কথা স্মরণ করছে;তার লোকেরা যখন বিপক্ষের হস্তগত হয়েছিল,তার সাহায্যকারী কেউ ছিল না,তখন বিপক্ষরা তাকে দেখলো,তার উৎসন্নতায় উপহাস করলো।

8. জেরুশালেম অতিশয় গুনাহ্‌ করেছে,এজন্য ঘৃণাস্পদ হল;যারা তাকে সম্মান করতো,তারা তাকে তুচ্ছ করছে,কারণ তার উলঙ্গতা দেখতে পেয়েছে;সে নিজেও দীর্ঘনিশ্বাস ত্যাগ করছে,মুখ পিছনে ফিরাচ্ছে।

9. তার নাপাকীতা তার কাপড়ে লেগে ছিল,সে তার শেষফল মনে করতো না,এজন্য আশ্চর্যভাবে পড়ে গেল;তাকে সান্ত্বনা দেবার কেউ নেই;আমার দুঃখ দেখ, হে মাবুদ, কারণ দুশমন অহংকার করেছে;

10. বিপক্ষ তার সমস্ত মনোহর দ্রব্যে হাত লাগিয়েছে;ফলে সে দেখেছে, জাতিরা তার পবিত্র স্থানে প্রবেশ করেছে,যাদের বিষয়ে তুমি হুকুম করেছিলে যে,তারা তোমার সমাজে প্রবেশ করবে না।

11. তার সমস্ত লোক দীর্ঘনিশ্বাস ত্যাগ করছে,তারা খাদ্যের চেষ্টা করছে,প্রাণ ফিরিয়ে আনবার জন্য খাদ্যের পরিবর্তেনিজ নিজ মনোহর দ্রব্য সকল দিয়ে দিয়েছে।দেখ, হে মাবুদ, মনযোগ দাও,কেননা আমি তুচ্ছাস্পদ হয়েছি।

12. হে পথিক সকল, এতে কি তোমাদের কিছু আসে যায় না?একটু ঘুরে তাকিয়ে দেখ, আমাকে যে ব্যথা দেওয়া হয়েছে,তার মত ব্যথা আর কোথাও কি আছে?তা দ্বারা মাবুদ তাঁর প্রচণ্ড ক্রোধের দিনে আমাকে ক্লিষ্ট করেছেন।

13. তিনি ঊর্ধ্বলোক থেকে আমার অস্থিচয়ের মধ্যে আগুন পাঠিয়েছেন,তিনি আমার পায়ের নিমিত্ত জাল পেতেছেন,আমার মুখ পিছনে ফিরিয়েছেন,আমাকে অনাথা ও সমস্ত দিন মূর্চ্ছাপন্না করেছেন।

14. আমার সমস্ত অধর্ম তিনি জোয়ালের মত বেঁধেছেন;তাঁর হাত দিয়ে সেগুলো একত্রে বুনেছেন।তা আমার ঘাড়ে উঠলো, আমার বল খর্ব করলো;যাদের বিরুদ্ধে আমি উঠতে পারি না,তাদেরই হাতে প্রভু আমাকে তুলে দিয়েছেন।

15. প্রভু আমার মধ্যস্থিত আমার সমস্ত বীরকে নগণ্য করেছেন,তিনি আমার যুবকদেরকে ভেঙ্গে ফেলবার জন্যআমার বিপরীতে সভা আহ্বান করেছেন,প্রভু এহুদা-কুমারীকে আঙ্গুরকুণ্ডে মাড়াই করেছেন।

16. এই কারণে আমি কান্নাকাটি করছি;আমার চোখ, আমার চোখ পানির ঝর্ণা হয়েছে;কেননা সান্ত্বনাকারী, যিনি আমার প্রাণ ফিরিয়ে আনবেন,তিনি আমা থেকে দূরে গেছেন;আমার বালকেরা এতিম, কারণ দুশমন বিজয়ী হয়েছে।

17. সিয়োন অঞ্জলি প্রসারণ করছে;তার সান্ত্বনাকারী কেউ নেই;মাবুদ ইয়াকুবের সম্বন্ধে হুকুম দিয়েছেন যে,তার চারদিকের লোক তার বিপক্ষ হোক;জেরুশালেম তাদের মধ্যে ঘৃণাস্পদ।

18. মাবুদই ধর্মময়, কারণ আমি তাঁর হুকুমের বিরুদ্ধাচরণ করেছি;হে জাতি সকল, আরজ করি, শোন, আমার ব্যথা দেখ;আমার কুমারীরা ও যুবকেরা বন্দী হয়ে গেছে।

19. আমি আমার প্রেমিকদেরকে ডাকলাম, তারা আমাকে বঞ্চনা করলো;আমার ইমামেরা ও আমার প্রাচীনবর্গরা নগরের মধ্যে প্রাণত্যাগ করলো,বাস্তবিক তারা নিজ নিজ প্রাণ ফিরিয়ে আনবার জন্য খাদ্যের খোঁজ করছিল।

20. দৃষ্টিপাত কর, হে মাবুদ, কেননা আমি সঙ্কটাপন্না;আমার অন্ত্র দগ্ধ হচ্ছে;আমার ভিতরে অন্তর বিকারপ্রাপ্ত হচ্ছে,কারণ আমি অতিশয় বিরুদ্ধাচরণ করেছি;বাইরে তলোয়ার নিঃসন্তান করছে, ভিতরে যেন মৃত্যু উপস্থিত।

21. লোকে আমার দীর্ঘনিশ্বাস শুনতে পেয়েছে;আমার সান্ত্বনাকারী কেউ নেই;আমার দুশমনরা সকলে আমার অমঙ্গলের কথা শুনেছে;তারা আমোদ করছে,কেননা তুমিই তা করেছ;তুমি নিজের ঘোষিত দিন উপস্থিত করবে,তখন তারা আমার সমান হবে।

22. তাদের সমস্ত নাফরমানী তোমার দৃষ্টিগোচর হোক;তুমি আমার সমস্ত অধমের জন্য আমার প্রতি যেরকম করেছ,তাদের প্রতিও সেরকম কর,কেননা আমার দীর্ঘনিশ্বাস বেশি ও আমার অন্তর মূর্চ্ছিত।