ওল্ড টেস্টামেন্ট

নববিধান

পয়দায়েশ 5:5-9 কিতাবুল মোকাদ্দস (BACIB)

5. সর্বমোট আদমের নয় শত ত্রিশ বছর বয়স হলে তিনি ইন্তেকাল করলেন।

6. শিস এক শত পাঁচ বছর বয়সে আনুশের জন্ম দিলেন।

7. আনুশের জন্মের পর শিস আট শত সাত বছর জীবিত থেকে আরও পুত্র ও কন্যার জন্ম দিলেন।

8. সর্বমোট শিসের নয় শত বারো বছর বয়স হলে তিনি ইন্তেকাল করলেন।

9. আনুশ নব্বই বছর বয়সে কৈননের জন্ম দিলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন পয়দায়েশ 5