ওল্ড টেস্টামেন্ট

নববিধান

পয়দায়েশ 49:21-30 কিতাবুল মোকাদ্দস (BACIB)

21. নপ্তালি উন্মুক্তা হরিণী,সে মনোহর কথা বলে।  

22. ইউসুফ ফলবান তরুশাখা,পানির কিনারার পার্শ্বস্থিতফলবান তরুশাখা;তার সমস্ত শাখা প্রাচীর অতিক্রম করে।

23. তীরন্দাজেরা তাকে কঠোরকষ্ট দিয়েছিল,তীরের আঘাতে তাকেউৎপীড়ন করেছিল;

24. কিন্তু তার ধনুক দৃঢ় থাকলো,তার বাহুযুগল বলবান রইলো,ইয়াকুবের সেই শক্তিমানে বাহু দ্বারা,সেই পালকের নামে যিনি ইসরাইলেরশৈল,

25. তোমার পিতার সেই আল্লাহ্‌র দ্বারাযিনি তোমার সহায়,সেই সর্বশক্তিমান আল্লাহ্‌ দ্বারাযিনি তোমাকে দোয়া করবেন—উপরিস্থ আসমান থেকে নিঃসৃত দোয়ায়,দুনিয়ার গভীরের উৎস থেকেনিঃসৃত দোয়ায়,স্তন ও গর্ভ থেকে নিঃসৃত দোয়ায়।

26. আমার পূর্বপুরুষদের দোয়ার চেয়েতোমার পিতার দোয়া উৎকৃষ্ট।তা চিরন্তন পাহাড়গুলোর সীমাপর্যন্ত প্রসারিত;তা বর্তাবে ইউসুফের মাথায়,ভাইদের থেকে যিনি পৃথক হয়েছিলেনতাঁর মাথার তালুতে।  

27. বিন্‌ইয়ামীন হিংস্র নেকড়ের মত;সকালে সে শিকারের পশু খাবে,সন্ধ্যাকালে সে লুণ্ঠিত দ্রব্য ভাগ করবে।  

28. এঁরা সকলে ইসরাইলের বারো বংশ; এঁদের পিতা দোয়া করার সময়ে এই সব কথা বললেন; এঁদের প্রত্যেক জনকে বিশেষ বিশেষ দোয়া করলেন।

29. পরে ইয়াকুব তাঁদেরকে হুকুম দিয়ে বললেন, আমি শীঘ্র আপন লোকদের কাছে গৃহীত হবো।

30. হিট্টিয় ইফ্রোণের ক্ষেতে অবস্থিত গুহাতে আমার পূর্বপুরুষদের কাছে আমার কবর দিও; সেই গুহা কেনান দেশে মম্রির সম্মুখস্থ মক্‌পেলা ক্ষেতে অবস্থিত; ইব্রাহিম হিট্টিয় ইফ্রোণের কাছ থেকে তা কবরস্থানের অধিকারের জন্য ক্রয় করেছিলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন পয়দায়েশ 49