ওল্ড টেস্টামেন্ট

নববিধান

পয়দায়েশ 28:8-22 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. তখন ইস্‌ দেখলেন যে, কেনানীয় কন্যারা তাঁর পিতা ইস্‌হাকের অসন্তোষের পাত্রী;

9. সেই জন্য দুই স্ত্রী থাকলেও ইস্‌ ইসমাইলের কাছে গিয়ে ইব্রাহিমের পুত্র ইসমাইলের কন্যা, নবায়োতের বোন, মহলৎকে বিয়ে করলেন।

10. ইয়াকুব বের্‌-শেবা থেকে বের হয়ে হারণের দিকে যাত্রা করলেন,

11. এবং কোন এক স্থানে পৌঁছিলে সূর্য অস্তগত হওয়াতে সেখানে রাত্রিবাস করলেন। আর তিনি সেখানকার একটি পাথর খণ্ড নিয়ে বালিশ করে সেই স্থানে ঘুমাবার জন্য শুয়ে পড়লেন।

12. পরে তিনি স্বপ্ন দেখলেন: দুনিয়ার উপরে একটি সিঁড়ি স্থাপিত, তার মাথাটি আসমানে গিয়ে ঠেকেছে, আর দেখ, তা দিয়ে আল্লাহ্‌র ফেরেশতারা উঠছেন ও নামছেন।

13. আর দেখ, মাবুদ তার উপরে দণ্ডায়মান; তিনি বললেন, আমি মাবুদ, তোমার পিতা ইব্রাহিমের আল্লাহ্‌ ও ইস্‌হাকের আল্লাহ্‌; এখানে যে ভূমিতে তুমি শয়ন করে আছ, সেই ভূমি আমি তোমাকে ও তোমার বংশকে দেব।

14. তোমার বংশ দুনিয়ার ধূলিকণার মত অসংখ্য হবে এবং তুমি পশ্চিম ও পূর্ব, উত্তর ও দক্ষিণে ছড়িয়ে পড়বে এবং তোমার মধ্য দিয়ে ও তোমার বংশের মধ্য দিয়ে দুনিয়ার সমস্ত গোষ্ঠী দোয়া লাভ করবে।

15. আর দেখ, আমি তোমার সহবর্তী, যে যে স্থানে তুমি যাবে, সেই সেই স্থানে তোমাকে রক্ষা করবো ও পুনর্বার এই দেশে আনবো; কেননা আমি তোমাকে যা যা বললাম, তা যতক্ষণ সফল না করি ততক্ষণ তোমাকে ত্যাগ করবো না।

16. পরে ঘুম ভেঙ্গে গেলে পর ইয়াকুব বললেন, অবশ্য এই স্থানে মাবুদ আছেন, আর আমি তা বুঝতে পারি নি।

17. আর তিনি ভয় পেয়ে বললেন, এই কেমন ভয়াবহ স্থান! এটি নিশ্চয়ই আল্লাহ্‌র গৃহ, এটি বেহেশতের দরজা।

18. পরে ইয়াকুব খুব ভোরে উঠে বালিশের জন্য যে পাথরটি ব্যবহার করেছিলেন, তা নিয়ে স্তম্ভরূপে স্থাপন করে তার উপর তেল ঢেলে দিলেন।

19. আর সেই স্থানের নাম বেথেল (আল্লাহ্‌র গৃহ) রাখলেন, কিন্তু আগে ঐ নগরের নাম ছিল লূস।

20. আর ইয়াকুব মানত করে এই প্রতিজ্ঞা করলেন, যদি আল্লাহ্‌ আমার সহবর্তী হন, আমার এই গন্তব্য পথে আমাকে রক্ষা করেন এবং আহারের জন্য খাদ্য ও পরিধানের জন্য পোশাক দেন,

21. আর আমি যদি সহিসালামতে পিত্রালয়ে ফিরে আসতে পারি, তবে মাবুদ আমার আল্লাহ্‌ হবেন,

22. এবং এই যে পাথরটি আমি স্তম্ভরূপে স্থাপন করেছি, এখানেই আল্লাহ্‌র গৃহ হবে; আর তুমি আমাকে যা কিছু দেবে তার দশমাংশ আমি তোমাকে অবশ্য দেব।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন পয়দায়েশ 28