ওল্ড টেস্টামেন্ট

নববিধান

পয়দায়েশ 20:7-18 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. অতএব এখন সেই ব্যক্তির স্ত্রীকে তার কাছে ফিরিয়ে দেও, কেননা সে একজন নবী; আর সে তোমার জন্য মুনাজাত করবে, তাতে তুমি বাঁচবে; কিন্তু যদি তাকে ফিরিয়ে না দেও, তবে জেনো, তুমি ও তোমার সকলে নিশ্চয়ই মরবে।

8. পরে আবিমালেক খুব ভোরে উঠে তাঁর সমস্ত গোলামকে ডেকে ঐ সমস্ত বৃত্তান্ত তাদের বললেন; তাতে তারা ভীষণ ভয় পেল।

9. পরে আবিমালেক ইব্রাহিমকে ডেকে এনে বললেন, আপনি আমাদের সঙ্গে এ কি ব্যবহার করলেন? আমি আপনার কাছে কি দোষ করেছি যে, আপনি আমাকে ও আমার রাজ্যকে এমন মহা গুনাহ্‌গার করলেন? আপনি আমার প্রতি অনুচিত কাজ করলেন।

10. আবিমালেক ইব্রাহিমকে আরও বললেন, আপনি কি চিন্তা করে এমন কাজ করলেন?

11. তখন ইব্রাহিম বললেন, আমি ভেবেছিলাম, এই স্থানের লোকদের আল্লাহ্‌ভয় নেই, অতএব এরা আমার স্ত্রীর লোভে আমাকে হত্যা করবে।

12. আর সে আমার বোন এই কথাও সত্যি বটে; কেননা সে আমার পিতৃকন্যা, কিন্তু মাতৃকন্যা নয়, পরে আমার স্ত্রী হয়েছে।

13. আর যখন আল্লাহ্‌ আমাকে পৈতৃক বাসভূমি থেকে বের করে এনেছিলেন, তখন আমি তাকে বলেছিলাম, আমার প্রতি তোমার এই দয়া করতে হবে, আমরা যে যে স্থানে যাব, সেই সেই স্থানে তুমি আমার বিষয়ে বলো, এই আমার ভাই।

14. তখন আবিমালেক ভেড়া, গরু ও গোলাম-বাঁদী আনিয়ে ইব্রাহিমকে দান করলেন এবং তাঁর স্ত্রী সারাকেও ফিরিয়ে দিলেন;

15. আর আবিমালেক বললেন, দেখুন, আমার দেশ আপনার সম্মুখে আছে আপনার যেখানে ইচ্ছা সেখানে বাস করুন।

16. আর তিনি সারাকে বললেন, দেখুন আমি আপনার ভাইকে এক হাজার থান রূপা দিলাম; দেখুন, আপনার সমস্ত সঙ্গীর কাছে প্রমাণিত হল যে, আপনি কোন দোষ করেন নি; সকল বিষয়ে আপনার বিচার নিষ্পত্তি হল।

17. পরে ইব্রাহিম আল্লাহ্‌র কাছে মুনাজাত করলেন, আর আল্লাহ্‌ আবিমালেককে ও তাঁর স্ত্রীকে ও তাঁর বাঁদীদেরকে সুস্থ করলেন; তাতে তারা আবার প্রসব করার ক্ষমতা ফিরে পেলেন।

18. কেননা ইব্রাহিমের স্ত্রী সারার জন্য মাবুদ আবিমালেকের বাড়িতে সমস্ত গর্ভ রোধ করেছিলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন পয়দায়েশ 20