ওল্ড টেস্টামেন্ট

নববিধান

পয়দায়েশ 10:7-24 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. রয়মার সন্তান— সবা ও দদান।

8. নমরূদ কূশের পুত্র; তিনি দুনিয়াতে সর্বপ্রথম শক্তিশালী যোদ্ধা হয়েছিলেন।

9. তিনি মাবুদের সাক্ষাতে শক্তিমান শিকারী হলেন; সেজন্য লোকে বলে, মাবুদের সাক্ষাতে শক্তিমান শিকারী নমরূদের মত।

10. শিনিয়র দেশে ব্যাবিলন, এরক, অক্কদ ও কল্‌নী, এসব স্থান তাঁর রাজ্যের প্রথম অংশ ছিল।

11. সেই দেশ থেকে তিনি আশেরিয়া দেশে গিয়ে নিনেভে,

12. রহোবোৎ-পুরী, কেলহ এবং নিনেভে ও কেলহের মধ্যস্থিত রেষণ নগর নির্মাণ করলেন; সেটা মহানগর।

13. আর লিডীয়, অনামীয়,

14. লহাবীয়, নপ্তুহীয়, পথ্রোষীয়, ফিলিস্তিনীদের আদিপুরুষ কস্‌লূহীয় এবং ক্রীটীয়রা— এসব মিসরের সন্তান।

15. কেনানের জ্যেষ্ঠ পুত্র সিডন, তার পর হেৎ,

16. যিবূষীয়, আমোরীয়, গির্গাশীয়, হিব্বীয়, অর্কীয়, সীনীয়, অর্বদীয়, সমারীয় ও হমাতীয়।

17. পরে কেনানীয়দের গোষ্ঠীগুলো ছড়িয়ে পড়লো।

18. সিডন থেকে গরারের দিকে গাজা পর্যন্ত,

19. এবং সাদুম, আমুরা, অদ্‌মা ও সবোয়ীমের দিকে লাশা পর্যন্ত কেনানীয়দের সীমা ছিল।

20. নিজ নিজ গোষ্ঠী, ভাষা, দেশ ও জাতি অনুসারে এরা হামের সন্তান।

21. যে সাম এবরের সকল সন্তানের আদিপুরুষ আর ইয়াফসের জ্যেষ্ঠ ভাই, তাঁরও সন্তান সন্ততি ছিল।

22. সামের এসব সন্তান— ইলাম, আশেরিয়া, আরফাখশাদ, লূদ ও অরাম।

23. অরামের সন্তান— ঊষ, হূল, গেথর ও মশ।

24. আর আরফাখশাদ শেলহের জন্ম দিলেন ও শেলহ এবরের জন্ম দিলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন পয়দায়েশ 10