ওল্ড টেস্টামেন্ট

নববিধান

পয়দায়েশ 10:15-26 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. কেনানের জ্যেষ্ঠ পুত্র সিডন, তার পর হেৎ,

16. যিবূষীয়, আমোরীয়, গির্গাশীয়, হিব্বীয়, অর্কীয়, সীনীয়, অর্বদীয়, সমারীয় ও হমাতীয়।

17. পরে কেনানীয়দের গোষ্ঠীগুলো ছড়িয়ে পড়লো।

18. সিডন থেকে গরারের দিকে গাজা পর্যন্ত,

19. এবং সাদুম, আমুরা, অদ্‌মা ও সবোয়ীমের দিকে লাশা পর্যন্ত কেনানীয়দের সীমা ছিল।

20. নিজ নিজ গোষ্ঠী, ভাষা, দেশ ও জাতি অনুসারে এরা হামের সন্তান।

21. যে সাম এবরের সকল সন্তানের আদিপুরুষ আর ইয়াফসের জ্যেষ্ঠ ভাই, তাঁরও সন্তান সন্ততি ছিল।

22. সামের এসব সন্তান— ইলাম, আশেরিয়া, আরফাখশাদ, লূদ ও অরাম।

23. অরামের সন্তান— ঊষ, হূল, গেথর ও মশ।

24. আর আরফাখশাদ শেলহের জন্ম দিলেন ও শেলহ এবরের জন্ম দিলেন।

25. এবরের দুই পুত্র; এক জনের নাম পেলগ (ভাগ), কেননা সেই সময় দুনিয়া বিভক্ত হল; তাঁর ভাইয়ের নাম ইয়াকতান।

26. আর ইয়াকতানের পুত্ররা হল অল্‌মোদদ, শেলফ, হৎসর্মাবৎ, যেরহ,

সম্পূর্ণ অধ্যায় পড়ুন পয়দায়েশ 10