ওল্ড টেস্টামেন্ট

নববিধান

পয়দায়েশ 10:11-16 কিতাবুল মোকাদ্দস (BACIB)

11. সেই দেশ থেকে তিনি আশেরিয়া দেশে গিয়ে নিনেভে,

12. রহোবোৎ-পুরী, কেলহ এবং নিনেভে ও কেলহের মধ্যস্থিত রেষণ নগর নির্মাণ করলেন; সেটা মহানগর।

13. আর লিডীয়, অনামীয়,

14. লহাবীয়, নপ্তুহীয়, পথ্রোষীয়, ফিলিস্তিনীদের আদিপুরুষ কস্‌লূহীয় এবং ক্রীটীয়রা— এসব মিসরের সন্তান।

15. কেনানের জ্যেষ্ঠ পুত্র সিডন, তার পর হেৎ,

16. যিবূষীয়, আমোরীয়, গির্গাশীয়, হিব্বীয়, অর্কীয়, সীনীয়, অর্বদীয়, সমারীয় ও হমাতীয়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন পয়দায়েশ 10