ওল্ড টেস্টামেন্ট

নববিধান

নহিমিয়া 7:21-38 কিতাবুল মোকাদ্দস (BACIB)

21. যিহিষ্কিয়ের বংশজাত আটেরের সন্তান আটানব্বই জন।

22. হশুমের সন্তান তিন শত আটাশ জন।

23. বেৎসয়ের সন্তান তিন শত চব্বিশ জন।

24. হারীফের সন্তান এক শত বারো জন।

25. গিবিয়োনের সন্তান পঁচানব্বই জন।

26. বেথেলহেমের ও নটোফার লোক এক শত অষ্টাশি জন।

27. অনাথোতের লোক এক শত আটাশ জন।

28. বৈৎ-অম্মাবতের লোক বিয়াল্লিশ জন।

29. কিরিয়ৎ-যিয়ারীম, কফীরা ও বেরোতের লোক সাত শত তেতাল্লিশ জন।

30. রামার ও গেবার লোক ছয় শত একুশ জন।

31. মিক্‌মসের লোক এক শত বাইশ জন।

32. বেথেলের ও অয়ের লোক এক শত তেইশ জন।

33. অন্য নবোর লোক বায়ান্ন জন।

34. অন্য এলমের সন্তান এক হাজার দুই শত চুয়ান্ন জন।

35. হারীমের সন্তান তিন শত বিশ জন।

36. জেরিকোর সন্তান তিন শত পঁয়তাল্লিশ জন।

37. লোদ, হাদীদ ও ওনোর সন্তান সাত শত একুশ জন।

38. সনায়ার সন্তান তিন হাজার নয় শত ত্রিশ জন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন নহিমিয়া 7