ওল্ড টেস্টামেন্ট

নববিধান

নহিমিয়া 12:34-41 কিতাবুল মোকাদ্দস (BACIB)

34. এহুদা ও বিন্‌ইয়ামীন এবং শমরিয় ও ইয়ারমিয়া গেল।

35. আর তুরীর সঙ্গে ইমাম-সন্তানদের মধ্যে কয়েকজন লোক, অর্থাৎ আসফের বংশজাত সক্কুরের সন্তান, মীখায়ের সন্তান, মত্তনিয়ের সন্তান, শময়িয়ের পুত্র যে যোনাথন, তার পুত্র জাকারিয়া,

36. ও এর ভাইয়েরা শময়িয় ও অসরেল, মিললয়, গিললয়, মায়য়, নথনেল, এহুদা ও হনানি, এরা আল্লাহ্‌র লোক দাউদের নির্ধারিত নানা বাদ্যযন্ত্র হাতে নিয়ে চললো এবং অধ্যাপক উযায়ের তাদের অগ্রভাগে চললেন।

37. তারা ফোয়ারা-দ্বারের কাছ হয়ে সম্মুখস্থ দাউদ-নগরের সোপানে প্রাচীরের বাড়ির উপর দিয়ে পানি-দ্বার পর্যন্ত পূর্ব দিকে গমন করলো।

38. আর প্রশংসা-গজলকারী দ্বিতীয় দল প্রাচীরের উপর দিয়ে তাদের সঙ্গে মিলিত হতে গেল; এবং আমিও লোকদের অর্ধেককে নিয়ে তাদের পিছনে গমন করলাম। তারা তুন্দুরের উচ্চগৃহ থেকে প্রশস্ত প্রাচীর পর্যন্ত,

39. এবং আফরাহীমের দ্বার, পুরানো দ্বার, মৎস্য-দ্বার, হননেলের উচ্চগৃহ ও হম্মেয়ার উচ্চগৃহ দিয়ে মেষ-দ্বার পর্যন্ত গেল এবং রক্ষীদের দ্বারে দাঁড়ালো।

40. এভাবে আল্লাহ্‌র গৃহে প্রশংসা-গজলকারীদের ঐ দুই দল এবং আমি ও আমার সঙ্গে কর্মকর্তাদের অর্ধেক লোক;

41. আর ইলীয়াকীম, মাসেয়, মিনিয়ামীন, মীখায়, ইলিয়ৈনয়, জাকারিয়া, হনানিয়, এই ইমামেরা তূরীসহ,

সম্পূর্ণ অধ্যায় পড়ুন নহিমিয়া 12