অধ্যায়

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13

ওল্ড টেস্টামেন্ট

নববিধান

নহিমিয়া 11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

জেরুশালেম ও আশেপাশের ইহুদীদের তালিকা

1. সেই সময়ে লোকদের নেতৃবর্গ জেরুশালেমে বাস করলো; আর অবশিষ্ট লোকেরাও পবিত্র নগর জেরুশালেমে বাস করার জন্য প্রতি দশজনের মধ্যে এক জনকে সেখানে আনবার ও নয় জনকে অন্যান্য নগরে বাস করাবার জন্য গুলিবাঁট করলো।

2. আর যেসব লোক ইচ্ছাপূর্বক জেরুশালেমে বাস করতে চাইল, লোকেরা তাদেরকে দোয়া করলো।

3. প্রদেশের এসব প্রধান লোক জেরুশালেমে বসতি করলো। কিন্তু এহুদার নগরে নগরে ইসরাইল, ইমাম, লেবীয়, নথীনীয় ও সোলায়মানের গোলামদের সন্তানেরা প্রত্যেকে নিজ নিজ অধিকারে যার যার নগরে বাস করলো।

4. এহুদা-বংশের লোকদের মধ্যে ও বিন্‌ইয়ামীন-বংশের লোকদের মধ্যে কতগুলো লোক জেরুশালেমে বাস করলো। এহুদা-বংশের লোকদের মধ্যে উষিয়ের পুত্র অথায়; সেই উষিয় জাকারিয়ার পুত্র, জাকারিয়া অমরিয়ের পুত্র, অমরিয় শফটিয়ের পুত্র, শফটিয় মাহলাইলের পুত্র, সে পেরসের সন্তানদের মধ্যে এক জন।

5. আর বারূকের পুত্র মাসেয়, সেই বারূক কল্‌হোষির পুত্র, কল্‌হোষি হসায়ের পুত্র, হসায় অদায়ার পুত্র, অদায়া যোয়ারীবের পুত্র যোয়ারীব জাকারিয়ার পুত্র, জাকারিয়া শীলোনীয়ের পুত্র।

6. জেরুশালেম-নিবাসী পেরস-সন্তান সবসুদ্ধ চার শত আটষট্টি জন বীরপুরুষ ছিল।

7. আর বিন্‌ইয়ামীনের এসব সন্তান; মশুল্লমের পুত্র সল্লূ, সেই মশুল্লম যোয়েদের পুত্র, যোয়েদ পদায়ের পুত্র, পদায় কোলায়ার পুত্র, কোলায়া মাসেয়ের পুত্র, মাসেয় ঈথীয়েলের পুত্র, ঈথীয়েল যিশায়াহের পুত্র।

8. এর পরে গব্বয় ও সল্লয় প্রভৃতি নয় শত আটাশ জন।

9. আর শিখ্রির পুত্র যোয়েল তাদের কাজের তত্ত্বাবধায়ক ছিল এবং হস্‌সনূয়ার পুত্র, এহুদা নগরের দ্বিতীয় মালিক ছিল।

10. ইমামদের মধ্যে; যোয়ারীবের পুত্র যিদয়িয়, যাখীন, হিল্কিয়ের পুত্র সরায়;

11. সেই হিল্কিয় মশুল্লমের পুত্র, মশুল্লম সাদোকের পুত্র, সাদোক মরায়োতের পুত্র, মরায়োৎ অহীটুবের পুত্র; অহীটুব আল্লাহ্‌র গৃহের নেতা।

12. আর গৃহের কর্মকারী তাদের ভাইয়েরা আট শত বাইশজন; এবং যিরোহমের পুত্র অদায়া; সেই যিরোহম পললিয়ের পুত্র, পললিয় অম্‌সির পুত্র, অম্‌সি জাকারিয়ার পুত্র, জাকারিয়া পশুহূরের পুত্র, পশুহূর মল্কিয়ের পুত্র।

13. আর অদায়ার ভাইয়েরা দুই শত বিয়াল্লিশ জন পিতৃকুলপতি ছিল এবং অসরেলের পুত্র অমশয়; সেই অসরেল অহসয়ের পুত্র, অহসয় মশিল্লেমোতের পুত্র, মশিল্লেমোৎ ইম্মেরের পুত্র।

14. আর তাদের ভাইয়েরা এক শত আটাশজন বীরপুরুষ ছিল এবং তাদের কাজের তত্ত্বাবধায়ক ছিল, সব্দীয়েল, সে হগ্‌গদোলীমের পুত্র;

15. আর লেবীয়দের মধ্যে; হশূরের পুত্র শিমরিয়; সেই হশূব অস্রীকামের পুত্র, অস্রীকাম হশবিয়ের পুত্র, হশবিয় বুন্নির পুত্র।

16. আর প্রধান লেবীয়দের মধ্যে শব্বথয় ও যোষাবাদ হাতে আল্লাহ্‌র গৃহের বাইরের কাজকর্ম দেখাশোনা করবার ভার ছিল।

17. আর আসফের সন্তান, সব্দির সন্তান, মিকাহ্‌র পুত্র মত্তনিয় মুনাজাতকালীন প্রশংসা-গজল আরম্ভ করার কাজে প্রধান ছিল। তার ভাইদের মধ্যে বক্‌বুকিয় দ্বিতীয় ছিল এবং যিদূথূনের সন্তান, গাললের সন্তান, শম্মুয়ের পুত্র অব্দ।

18. পবিত্র নগরস্থ লেবীয়েরা সবসুদ্ধ দুই শত চুরাশী জন ছিল।

19. আর দ্বারপালেরা অক্কুব, টল্‌মোন ও দ্বারগুলোর প্রহরী তাদের ভাইয়েরা ছিল, এক শত বাহাত্তর জন।

20. আর ইসরাইলের, ইমামদের, লেবীয়দের অবশিষ্ট লোকেরা এহুদার সমস্ত নগরে নিজ নিজ অধিকারে থাকতো।

21. কিন্তু নথীনীয়েরা ওফলে বাস করতো এবং সীহ ও গীষ্প নথীনীয়দের নেতা ছিল।

22. আর বানির পুত্র উষি জেরুশালেমের লেবীয়দের তত্ত্বাবধায়ক ছিল, সেই বানি হশবিয়ের পুত্র, হশবিয় মত্তনিয়ের পুত্র, মত্তনীয় মিকাহ্‌র পুত্র; মিকাহ্‌ আসফ-বংশজাত গায়কদের মধ্যে এক জন। উষি আল্লাহ্‌র গৃহের কাজের নেতা ছিল।

23. কেননা তাদের বিষয়ে বাদশাহ্‌র একটি হুকুম ছিল এবং গায়কদের জন্য প্রতিদিন নির্ধারিত অংশ দেওয়া হত।

24. আর এহুদার পুত্র সেরহের বংশজাত মশেষবেলের পুত্র যে পথাহিয়, সে লোকদের সমস্ত বিষয়ে বাদশাহ্‌র অধীনে নিযুক্ত ছিল।

জেরুশালেমের বাইরের গ্রামগুলো

25. আর সমস্ত গ্রাম ও তৎসংক্রান্ত ক্ষেতের বিষয়; এহুদা-সন্তানেরা কেউ কেউ কিরিয়ৎ-অর্বে ও তার উপনগরগুলোতে, দীবোনে ও তার উপনগরগুলোতে, যিকব্‌সেলে ও তার গ্রামগুলোতে

26. আর যেশূয়েতে, মোলাদাতে, বৈৎপেলটে,

27. হৎসর-শুয়ালে, বের-শেবাতে ও তার উপনগরগুলোতে,

28. সিক্লগে, মকোনাতে ও তার উপনগরগুলোতে,

29. ঐন্‌-রিম্মোণে, সরায় ও যম্মুতে,

30. সানোহে, অদুল্লমে ও তাদের গ্রামগুলোতে, লাখীশ ও তৎসংক্রান্ত ক্ষেতে, অসেকাতে ও তার উপনগরগুলোতে বাস করতো; বস্তুত তারা বের্‌-শেবা থেকে হিন্নোম উপত্যকা পর্যন্ত তাঁবুতে বাস করতো।

31. বিন্‌ইয়ামীন-সন্তানেরা সেবা থেকে মিক্‌মসে ও অয়াতে এবং বেথেলে ও তার উপনগরগুলোতে,

32. অনাথোতে, নোবে, অননিয়াতে,

33. হাৎসারে রামাতে, গিত্তয়িমে,

34. হাদীদে, সবোয়িমে, নবাল্লাটে,

35. লোদে ও ওনোতে, শিল্পকরদের উপত্যকাতে, বাস করতো।

36. আর এহুদার কোন কোন পালাভুক্ত কয়েকজন লেবীয় বিন্‌ইয়ামীনের সঙ্গে সংযুক্ত হল।