ওল্ড টেস্টামেন্ট

নববিধান

দ্বিতীয় বিবরণ 34:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. পরে মূসা মোয়াবের উপত্যকা থেকে নবো পর্বতে, জেরিকোর সম্মুখস্থিত পিস্‌গা-শৃঙ্গে উঠলেন। আর মাবুদ তাঁকে সমস্ত দেশ, দান পর্যন্ত গিলিয়দ,

2. এবং সমস্ত নপ্তালি, আর আফরাহীম ও মানশার দেশ এবং পশ্চিম সমুদ্র পর্যন্ত এহুদার সমস্ত দেশ,

3. এবং দক্ষিণ দেশ ও সোয়র পর্যন্ত খেজুর-নগর জেরিকোর উপত্যকার অঞ্চল দেখালেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন দ্বিতীয় বিবরণ 34