ওল্ড টেস্টামেন্ট

নববিধান

দ্বিতীয় বিবরণ 33:3-20 কিতাবুল মোকাদ্দস (BACIB)

3. নিশ্চয় তিনি গোষ্ঠীদেরকে মহব্বত করেন,তাঁর পবিত্রগণ সকলে তোমার হস্তগত;তারা তোমার চরণতলে বসলো,প্রত্যেকে তোমার কালাম গ্রহণ করলো।

4. মূসা আমাদেরকে শরীয়ত হুকুম করলেন।তা ইয়াকুবের সমাজের অধিকার।

5. যখন নেতৃবর্গ সমাগত হল,ইসরাইলের সমস্ত বংশ একত্র হল,তখন যিশুরূণে এক জন বাদশাহ্‌ ছিলেন।

6. রূবেণ বেঁচে থাকুক, তার মৃত্যু না হোক,তবুও তার লোক অল্পসংখ্যক হোক।

7. আর এহুদার বিষয়ে তিনি বললেন,হে মাবুদ, এহুদার কান্না শুন,তার লোকদের কাছে তাকে আন;সে স্বহস্তে তার পক্ষে যুদ্ধ করলো,তুমি দুশমনদের বিরুদ্ধে তার সাহায্যকারীহবে।

8. আর লেবির বিষয়ে তিনি বললেন,তোমার সেই ভক্তের সঙ্গে তোমার তুম্মীমও ঊরীম রয়েছে;যার পরীক্ষা তুমি মঃসাতে করলে,যার সঙ্গে মরীবার পানির কাছে ঝগড়াকরলে।

9. সে তার পিতার ও তার মাতার বিষয়েবললো,আমি তাকে দেখি নি;সে তার ভাইদেরকে স্বীকার করলো না,তার সন্তানদেরকেও চিনলো না;কেননা তারা তোমার কালাম রক্ষাকরেছে,এবং তোমার নিয়ম পালন করে।

10. তারা ইয়াকুবকে তোমার অনুশাসন, ইসরাইলকে তোমার শরীয়ত শিক্ষা দেবে;তারা তোমার সম্মুখে ধূপ রাখবে।তোমার কোরবানগাহ্‌র উপরে পূর্ণাহুতিরাখবে।

11. মাবুদ, তার সম্পত্তিতে দোয়া কর,তার হাতের কাজ গ্রাহ্য কর;তাদের কোমরে আঘাত কর,যারা তার বিরুদ্ধে উঠে,যারা তাকে হিংসা করে,যেন তারা আর উঠতে না পারে।

12. বিন্‌ইয়ামীনের বিষয়ে তিনি বললেন,মাবুদের প্রিয় জন তাঁর কাছে নির্ভয়ে বাসকরবে;তিনি সমস্ত দিন তাকে আচ্ছাদন করেন,সে তাঁর সন্নিকটে বাস করে।

13. আর ইউসুফের বিষয়ে তিনি বললেন,তার দেশ মাবুদের দোয়াযুক্ত হোক,আসমানের উত্তম উত্তম দ্রব্য ও শিশিরদ্বারা,অধোবিস্তীর্ণ জলধি দ্বারা,

14. সূর্যের রশ্মিতে পাকা ফলের উত্তম উত্তমদ্রব্য দ্বারা,চান্দ্র মাসের পালায় পাকা উত্তম উত্তমদ্রব্য দ্বারা,

15. পুরানো পর্বতমালার প্রধান প্রধান দ্রব্যদ্বারা,চিরন্তন পাহাড়গুলোর উত্তম উত্তম দ্রব্যদ্বারা,

16. দুনিয়ার উত্তম উত্তম দ্রব্য ও তৎপূর্ণতাদ্বারা;আর যিনি ঝোপবাসী, তাঁর সন্তোষ হোক;সেই দোয়া অর্পিত হোক ইউসুফেরমাথায়;ভাইদের মধ্যে যে মহৎ তারই মাথারতালুতে।

17. তার প্রথমজাত ষাঁড়ের শোভাযুক্ত,তার শিংগুলো বন্য ষাঁড়ের শিং;তা দ্বারা সে দুনিয়ার প্রান্ত পর্যন্ত সমস্তজাতিকে গুঁতাবে;সেই শিংগুলো হল আফরাহীমের অযুতঅযুত লোক,মানশার হাজার হাজার লোক।

18. আর সবূলূনের বিষয়ে তিনি বললেন,সবূলূন! তুমি তোমার যাত্রাতে আনন্দকর,ইষাখর! তুমি তোমার তাঁবুতে আনন্দকর।

19. এরা গোষ্ঠীগুলোকে পর্বতে আহ্বানকরবে;সেই স্থানে ধার্মিকতার কোরবানী করবে,কেননা এরা সমুদ্রের বহুল দ্রব্য,এবং বালুকণার সমস্ত গুপ্ত ধন শোষণকরবে।

20. আর গাদের বিষয়ে তিনি বললেন,গাদের বিস্তার দোয়াযুক্ত হোক;সে সিংহীর মত বসতি করে,

সম্পূর্ণ অধ্যায় পড়ুন দ্বিতীয় বিবরণ 33