ওল্ড টেস্টামেন্ট

নববিধান

দ্বিতীয় বিবরণ 32:43-51 কিতাবুল মোকাদ্দস (BACIB)

43. হে সমস্ত জাতি, তাঁর লোকদের সঙ্গেআনন্দ-চিৎকার কর;কেননা তিনি তাঁর গোলামদের রক্তেরপ্রতিফল দেবেন,তাঁর বিপক্ষদের প্রতিশোধ নেবেন, তাঁরদেশের জন্য,তাঁর লোকদের জন্য কাফ্‌ফারা দেবেন।

44. আর মূসা ও নূনের পুত্র ইউসা এসে লোকদের কর্ণগোচরে এই গজলের সমস্ত কথা বললেন।

45. মূসা সমস্ত ইসরাইলের কাছে এসব কথা বল সমাপ্ত করলেন;

46. আর তাদেরকে বললেন, আমি আজ তোমাদের কাছে সাক্ষ্যরূপে যা যা বললাম, তোমরা সেসব কথায় মনোযোগ দাও, আর তোমাদের সন্তানরা যেন এই শরীয়তের সমস্ত কথা পালন করতে যত্নবান হয়, এজন্য তাদেরকে তা হুকুম করতে হবে।

47. বস্তুত এটি তোমাদের পক্ষে নিরর্থক কালাম নয়, কেননা এটিই তোমাদের জীবন এবং তোমরা যে দেশ অধিকার করতে জর্ডান পার হয়ে যাচ্ছ, সেই দেশে এই কালাম দ্বারা দীর্ঘায়ু হবে।

48. সেই দিনে মাবুদ মূসাকে বললেন, তুমি এই অবারীম পর্বতে,

49. অর্থাৎ জেরিকোর সম্মুখে অবস্থিত মোয়াব দেশস্থ নবো পর্বতে উঠ এবং আমি অধিকার হিসেবে বনি-ইসরাইলকে যে দেশ দিচ্ছি সেই কেনান দেশ দর্শন কর।

50. আর তোমার ভাই হারুন যেমন হোর পর্বতে ইন্তেকাল করেছে এবং নিজের লোকদের কাছে সংগৃহীত হয়েছে তেমনি তুমিও যে পর্বতে উঠবে তোমাকে সেখানে ইন্তেকাল করে নিজের লোকদের কাছে সংগৃহীত হতে হবে।

51. কেননা সীন মরুভূমিতে কাদেশস্থ মরীবা পানির কাছে তোমরা বনি-ইসরাইলদের মধ্যে আমার বিরুদ্ধে সত্য লঙ্ঘন করেছিলে, ফলত বনি-ইসরাইলদের মধ্যে আমাকে পবিত্র বলে মান্য কর নি।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন দ্বিতীয় বিবরণ 32