ওল্ড টেস্টামেন্ট

নববিধান

দ্বিতীয় বিবরণ 32:30-37 কিতাবুল মোকাদ্দস (BACIB)

30. এক জন কিভাবে হাজার লোককেতাড়িয়ে দেয়,দু’জনকে দেখে দশ হাজার পালিয়ে যায়?না, তাদের শৈল তাদেরকে বিক্রিকরলেন,মাবুদ তাদেরকে তুলে দিলেন।

31. কেননা ওদের শৈল আমাদের শৈলেরমত নয়,আমাদের দুশমনরাও এরকম বিচার করে।

32. কারণ তাদের আঙ্গুরলতা সাদুমেরআঙ্গুরলতা থেকে উৎপন্ন;আমুরার ক্ষেতের আঙ্গুরলতা থেকেউৎপন্ন;তাদের আঙ্গুর ফল বিষময়,তাদের গুচ্ছ তিক্ত;

33. তাদের আঙ্গুর-রস সাপের বিষ,তা কালসাপের ভয়ংকর বিষ।

34. এই কি আমার কাছে সঞ্চিত নয়?আমার ধনাগারে মুদ্রাঙ্ক দ্বারা রক্ষিত নয়?

35. প্রতিশোধ ও প্রতিফলদান আমারই কাজ,যে সময়ে তাদের পা পিছলে যাবে;কেননা তাদের বিপদের দিন নিকটবর্তী,তাদের জন্য যা যা নিরূপিত,শীঘ্রই আসবে।

36. কারণ মাবুদ তাঁর লোকদের বিচারকরবেন,তাঁর গোলামদের উপরে সদয় হবেন;যেহেতু তিনি দেখবেন,তাদের শক্তি গেছে,গোলাম বা স্বাধীন মানুষ— কেউই নেই।

37. তিনি বলবেন, কোথায় তাদের দেবতারা,কোথায় সেই শৈল, যার আশ্রয় নিয়েছিল,

সম্পূর্ণ অধ্যায় পড়ুন দ্বিতীয় বিবরণ 32