ওল্ড টেস্টামেন্ট

নববিধান

দ্বিতীয় বিবরণ 32:25-33 কিতাবুল মোকাদ্দস (BACIB)

25. বাইরে তলোয়ার, গৃহমধ্যে মহাভয় বিনাশকরবে;যুবক ও কুমারীকে, দুগ্ধপোষ্য শিশু ওশুক্লকেশ বৃদ্ধকে মারবে।

26. আমি বললাম, তাদেরকে উড়িয়ে দেব,মানবজাতি মধ্য থেকে তাদের স্মৃতি মুছেফেলবো।

27. কিন্তু ভয় করি, পাছে দুশমন বিরক্ত করে,পাছে তাদের দুশমনদের বিপরীত বিচারকরে,পাছে তারা বলে, আমাদেরই হাত উন্নত,এসব কাজ মাবুদ করেন নি।

28. কেননা ওরা যুক্তিবিহীন জাতি,ওদের মধ্যে বিবেচনা নেই।

29. আহা, কেন তারা জ্ঞানবান হয়ে এই কথাবোঝে না?কেন নিজেদের শেষ দশা বিবেচনা করেনা?

30. এক জন কিভাবে হাজার লোককেতাড়িয়ে দেয়,দু’জনকে দেখে দশ হাজার পালিয়ে যায়?না, তাদের শৈল তাদেরকে বিক্রিকরলেন,মাবুদ তাদেরকে তুলে দিলেন।

31. কেননা ওদের শৈল আমাদের শৈলেরমত নয়,আমাদের দুশমনরাও এরকম বিচার করে।

32. কারণ তাদের আঙ্গুরলতা সাদুমেরআঙ্গুরলতা থেকে উৎপন্ন;আমুরার ক্ষেতের আঙ্গুরলতা থেকেউৎপন্ন;তাদের আঙ্গুর ফল বিষময়,তাদের গুচ্ছ তিক্ত;

33. তাদের আঙ্গুর-রস সাপের বিষ,তা কালসাপের ভয়ংকর বিষ।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন দ্বিতীয় বিবরণ 32