ওল্ড টেস্টামেন্ট

নববিধান

দ্বিতীয় বিবরণ 27:8-10 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. আর সেই পাথরের উপরে এই শরীয়তের সমস্ত কথা অতি স্পষ্টভাবে লিখবে।

9. আর মূসা ও লেবীয় ইমামেরা সমস্ত ইসরাইলকে বললেন, হে ইসরাইল, নীরব হও, শোন, আজ তুমি তোমার আল্লাহ্‌ মাবুদের লোক হলে।

10. অতএব তোমার আল্লাহ্‌ মাবুদের বাধ্য হয়ে চলবে এবং আজ আমি তোমাদেরকে তাঁর যেসব নির্দেশ ও বিধি হুকুম করলাম, সেসব পালন করবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন দ্বিতীয় বিবরণ 27