ওল্ড টেস্টামেন্ট

নববিধান

দানিয়াল 6:17-22 কিতাবুল মোকাদ্দস (BACIB)

17. পরে একটি পাথর আনা হল ও খাতের মুখে স্থাপিত হল এবং দানিয়ালের বিষয়ে যেন কিছু পরিবর্তন না হয়, এজন্য বাদশাহ্‌ নিজের সীলমোহরে ও তাঁর পদস্থ লোকদের সীলমোহরে তা সীলমোহরকৃত করলেন।

18. পরে বাদশাহ্‌ তাঁর প্রাসাদে গিয়ে কোন খাদ্য গ্রহণ না করেই রাতি যাপন করলেন, নিজের সামনে কোন উপভোগের সামগ্রী আনতে দিলেন না, তাঁর নিদ্রাও হল না।

19. পরে বাদশাহ্‌ খুব ভোরে উঠে তাড়াতাড়ি সিংহদের খাতের কাছে গেলেন।

20. আর খাতের কাছে গিয়ে তিনি আর্তস্বরে দানিয়ালকে ডাকলেন; বাদশাহ্‌ দানিয়ালকে বললেন, হে জীবন্ত আল্লাহ্‌র সেবক দানিয়াল, তুমি অবিরত যাঁর সেবা কর, তোমার সেই আল্লাহ্‌ কি সিংহের মুখ থেকে তোমাকে রক্ষা করতে পেরেছেন?

21. তখন দানিয়াল বাদশাহ্‌কে বললেন, হে বাদশাহ্‌ চিরজীবী হোন।

22. আমার আল্লাহ্‌ তাঁর ফেরেশতা পাঠিয়ে সিংহদের মুখ বন্ধ করেছেন, তারা আমার ক্ষতি করে নি; কেননা তাঁর সাক্ষাতে আমার নির্দোষিতা পরিলক্ষিত হল; এবং হে বাদশাহ্‌, আপনার সাক্ষাতেও আমি কোন অপরাধ করি নি।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন দানিয়াল 6