ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 96:1-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. তোমরা মাবুদের উদ্দেশে নতুন গজল গাও;সমস্ত দুনিয়া! মাবুদের উদ্দেশে গজল গাও।

2. মাবুদের উদ্দেশে গজল গাও,তাঁর নামের শুকরিয়া কর,প্রতিদিন তাঁর উদ্ধার ঘোষণা কর।

3. তবলিগ কর জাতিদের মধ্যে তাঁর গৌরব,সমস্ত লোক-সমাজে তাঁর অলৌকিক কর্মগুলো।

4. কেননা মাবুদ মহান ও অতি প্রশংসনীয়,তিনি সমস্ত দেবতার চেয়ে ভয়াবহ।

5. কেননা জাতিদের সমস্ত দেবতা মূর্তিমাত্র,কিন্তু মাবুদ আসমানের নির্মাতা;

6. গৌরব ও মহিমা তাঁর অগ্রবর্তী;শক্তি ও শোভা তাঁর পবিত্র স্থানে বিদ্যমান।

7. হে জাতিদের গোষ্ঠীগুলো, মাবুদের ঘোষণা কর,মাবুদের গৌরব ও শক্তি ঘোষণা কর।

8. মাবুদের নামের গৌরব ঘোষণা কর,নৈবেদ্য সঙ্গে নিয়ে তাঁর প্রাঙ্গণে এসো।

9. পবিত্র শোভায় মাবুদকে সেজ্‌দা কর;সমস্ত দুনিয়া! তাঁর সাক্ষাতে কেঁপে ওঠো।

10. জাতিদের মধ্যে বল, মাবুদ রাজত্ব করেন;জগৎও অটল, তা বিচলিত হবে না;তিনি ন্যায়ে জাতিদের বিচার করবেন।

11. আসমান আনন্দ করুক, দুনিয়া উল্লসিত হোক;সমুদ্র ও তার মধ্যেকার সকলই গর্জন করুক;

12. ক্ষেত ও সেই স্থানের সকলই উল্লসিত হোক;তখন বনের সমস্ত গাছ আনন্দে গান করবে;

13. মাবুদের সাক্ষাতেই করবে, কেননা তিনি আসছেন,তিনি দুনিয়ার বিচার করতে আসছেন;তিনি ধর্মশীলতায় দুনিয়ার বিচার করবেন,তাঁর বিশ্বস্ততায় জাতিদের বিচার করবেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 96