ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 93:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. মাবুদ রাজত্ব করেন;তিনি মহিমাতে সজ্জিত;মাবুদ সজ্জিত, তিনি পরাক্রমে বদ্ধকটি;আর দুনিয়াও অটল, তা বিচলিত হবে না।

2. তোমার সিংহাসন পূর্বকাল থেকে অটল;অনাদিকাল থেকে তুমি বিদ্যমান।

3. হে মাবুদ, বন্যার পানিতে গর্জন উঠেছে,সমস্ত নদী নিজ নিজ ধ্বনি উঠিয়েছে,সমস্ত নদী নিজ নিজ তরঙ্গ উঠাচ্ছে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 93