ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 90:2-16 কিতাবুল মোকাদ্দস (BACIB)

2. পর্বতমালার জন্ম হবার আগে,তুমি দুনিয়া ও জগৎকে জন্ম দেবার আগে,এমন কি, অনাদিকাল থেকে অনন্তকাল তুমিই আল্লাহ্‌।

3. তুমি মানুষকে ধূলিতে ফিরিয়ে থাক,বলে থাক, বনি-আদমেরা, ফিরে যাও।

4. কেননা হাজার বছর তোমার দৃষ্টিতে যেন গতকাল,তা তো চলে গেছে, আর যেন রাতের এক প্রহর মাত্র।

5. তুমি তাদেরকে যেন বন্যায় ভাসিয়ে নিয়ে যাচ্ছ, তারা স্বপ্নের মত;খুব ভোরে তারা ঘাসের মত বেড়ে উঠে।

6. খুব ভোরে ঘাস গজিয়ে উঠে ও বেড়ে উঠে,সন্ধ্যাবেলা তা কেটে ফেলে ও তা শুকিয়ে যায়।

7. কেননা তোমার ক্রোধে আমরা ক্ষয় পাই,তোমার কোপে আমরা ভীষণ ভয় পাই।

8. তুমি রেখেছ আমাদের অপরাধগুলো তোমার সাক্ষাতে,আমাদের গুপ্ত বিষয়গুলো তোমার উপস্থিতির আলোতে।

9. কেননা তোমার ক্রোধে আমাদের সকল দিন বয়ে যায়,আমরা নিজ নিজ বছর নিশ্বাসের মত শেষ করি।

10. আমাদের আয়ুর পরিমাণ সত্তর বছর;বলযুক্ত হলে আশী বছর হতে পারে;তবুও তাতে থাকে কেবল কষ্ট ও দুঃখমাত্র,কেননা তা বেগে পালিয়ে যায় এবং আমরা উড়ে যাই।

11. তোমার ক্রোধের পরিণতি কে বোঝে?যারা তোমাকে ভয় করে তাদের মত তোমার ভয়াবহতা কে বুঝতে পারে?

12. এভাবে আমাদের দিন গণনা করতে শিক্ষা দাও,যেন আমরা প্রজ্ঞার চিত্ত লাভ করি।

13. হে মাবুদ, ফির, আর কত কাল?এখন তোমার গোলামদের প্রতি সদয় হও।

14. খুব ভোরে আমাদেরকে তোমার অটল মহব্বতে তৃপ্ত কর,যেন আমরা সারা জীবন আনন্দ ও আহ্লাদ করি।

15. যত দিন তুমি আমাদের দুঃখ দিয়েছ,যত বছর আমরা বিপদ দেখেছি,সেই অনুসারে আমাদের আনন্দিত কর।

16. তোমার গোলামদের কাছে তোমার কাজ,তাদের সন্তানদের উপরে তোমার মহিমা দৃষ্ট হোক।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 90