ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 9:2-18 কিতাবুল মোকাদ্দস (BACIB)

2. আমি তোমাতে আনন্দ ও উল্লাস করবো;হে সর্বশক্তিমান, আমি তোমার নামের প্রশংসা গাইব।

3. যখন আমার দুশমনেরা ফিরে যায়,তখন তোমার সাক্ষাতে উচোট খায় ও বিনষ্ট হয়।

4. কেননা তুমি আমার বিচার ও ঝগড়া নিষ্পন্ন করেছ,তুমি সিংহাসনে বসে ধার্মিকতার বিচার করেছ।

5. তুমি জাতিদেরকে ভর্ৎসনা করেছ, দুষ্টকে সংহার করেছ,তুমি অনন্তকালের জন্য তাদের নাম লোপ করেছ।

6. দুশমনরা শেষ হয়েছে, চিরতরে উৎসন্ন হয়েছে;তুমি সমস্ত নগর ধ্বংস করেছ;তাদের নাম পর্যন্ত মুছে গেছে।

7. কিন্তু মাবুদ চিরকাল সমাসীন থাকবেন;তিনি বিচারার্থে তাঁর সিংহাসন স্থাপন করেছেন।

8. আর তিনিই ধর্মশীলতায় দুনিয়ার বিচার করবেন,ন্যায়ে জাতিদের শাসন করবেন।

9. আর মাবুদ হবেন ক্লিষ্টের জন্য উঁচু দুর্গ,সঙ্কটের সময়ে সুউচ্চ দুর্গ।

10. যারা তোমার নাম জানে,তারা তোমার উপর ভরসা রাখবে;কেননা হে মাবুদ,তুমি তোমার অন্বেষণকারীদেরকে পরিত্যাগ কর নি।

11. তোমরা সিয়োন-নিবাসী মাবুদের প্রশংসা গাও;জাতিদের মধ্যে তাঁর সমস্ত কাজের কথা জানাও।

12. কেননা যিনি রক্তপাতের অনুসন্ধান করেন,তিনি নিহতদেরকে স্মরণ করেন;তিনি দুঃখীদের কান্না ভুলে যান না;

13. হে মাবুদ, আমার প্রতি রহম কর;বিদ্বেষী লোক হতে আমার যে দুঃখ ঘটে, তা দেখ,তুমিই মৃত্যুদ্বার থেকে আমাকে তুলে আন;

14. এজন্য আমি তোমার সমস্ত প্রশংসা তবলিগ করবো;সিয়োন-কন্যার তোরণদ্বারগুলোতে,আমি তোমার উদ্ধারে উল্লাস করবো।

15. জাতিরা নিজেদের কৃত খাতে তলিয়ে গেছে;তারা গোপনে যে জাল পেতেছিল,তাতে তাদেরই পা জড়িয়ে গেছে।

16. মাবুদ নিজের পরিচয় দিয়েছেন;তিনি বিচার সাধন করেছেন;নিজের কাজে নিজেই আবদ্ধ হয়েছে।[হিগায়োন। সেলা।]

17. দুষ্টেরা পাতালে ফিরে যাবে,যেসব জাতি আল্লাহ্‌কে ভুলে যায়, তারাও যাবে।

18. কারণ দরিদ্র নিয়ত বিস্মৃতির পাত্র থাকবে না,দুঃখীদের আশা চিরতরে বিনষ্ট হবে না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 9