ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 9:1-10 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. আমি সর্বান্তঃকরণে মাবুদের শুকরিয়া আদায় করবো,তোমার সমস্ত অলৌকিক কাজ বর্ণনা করবো।

2. আমি তোমাতে আনন্দ ও উল্লাস করবো;হে সর্বশক্তিমান, আমি তোমার নামের প্রশংসা গাইব।

3. যখন আমার দুশমনেরা ফিরে যায়,তখন তোমার সাক্ষাতে উচোট খায় ও বিনষ্ট হয়।

4. কেননা তুমি আমার বিচার ও ঝগড়া নিষ্পন্ন করেছ,তুমি সিংহাসনে বসে ধার্মিকতার বিচার করেছ।

5. তুমি জাতিদেরকে ভর্ৎসনা করেছ, দুষ্টকে সংহার করেছ,তুমি অনন্তকালের জন্য তাদের নাম লোপ করেছ।

6. দুশমনরা শেষ হয়েছে, চিরতরে উৎসন্ন হয়েছে;তুমি সমস্ত নগর ধ্বংস করেছ;তাদের নাম পর্যন্ত মুছে গেছে।

7. কিন্তু মাবুদ চিরকাল সমাসীন থাকবেন;তিনি বিচারার্থে তাঁর সিংহাসন স্থাপন করেছেন।

8. আর তিনিই ধর্মশীলতায় দুনিয়ার বিচার করবেন,ন্যায়ে জাতিদের শাসন করবেন।

9. আর মাবুদ হবেন ক্লিষ্টের জন্য উঁচু দুর্গ,সঙ্কটের সময়ে সুউচ্চ দুর্গ।

10. যারা তোমার নাম জানে,তারা তোমার উপর ভরসা রাখবে;কেননা হে মাবুদ,তুমি তোমার অন্বেষণকারীদেরকে পরিত্যাগ কর নি।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 9