ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 86:2-17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

2. হে মাবুদ, আমার মুনাজাতে কান দাও,আমাকে উত্তর দাও, কেননা আমি দুঃখী ও দরিদ্র।

2. আমার প্রাণ রক্ষা কর, কেননা আমি তোমার ভক্ত;হে আমার আল্লাহ্‌, তোমাতে নির্ভরকারী তোমার গোলামকে তুমিই উদ্ধার কর।

3. হে মালিক, আমার প্রতি রহম কর,কেননা আমি সমস্ত দিন তোমাকে ডাকি।

4. নিজের গোলামের প্রাণ আনন্দিত কর,কেননা, হে মালিক, আমি তোমার উদ্দেশে আমার প্রাণ কোরবানী করি।

5. কারণ, হে মালিক, তুমি মঙ্গলময় ও ক্ষমাবান,এবং যারা তোমাকে ডাকে,তুমি সেই সবের পক্ষে অটল মহব্বতে মহান।

6. হে মাবুদ, আমার মুনাজাতে কান দাও,আমার বিনতি শোন।

7. সঙ্কটের দিনে আমি তোমাকে আহ্বান করবো,কেননা তুমি আমাকে উত্তর দেবে।

8. হে মালিক, দেবতাদের মধ্যে তোমার মত কেউই নেই,তোমার কাজের সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না।

9. হে মালিক, তোমার সৃষ্ট সর্বজাতি এসে তোমার সম্মুখে সেজ্‌দা করবে,তারা তোমার নামের গৌরব করবে।

10. কারণ তুমি মহান এবং অলৌকিক কাজ সম্পাদনকারী;তুমিই একমাত্র আল্লাহ্‌।

11. হে মাবুদ, তোমার পথ আমাকে শিক্ষা দাও,আমি তোমার সত্যে চলবো;তোমার নামে ভয় করতে আমার চিত্তকে একাগ্র কর।

12. হে মালিক, আমার আল্লাহ্‌,আমি সর্বান্তঃকরণে তোমার প্রশংসা করবো,আমি চিরকাল তোমার নামের গৌরব করবো।

13. কেননা আমার পক্ষে তোমার অটল মহব্বত মহৎ,এবং তুমি অধঃস্থ পাতাল থেকে আমার প্রাণ উদ্ধার করেছ।

14. হে আল্লাহ্‌, অহঙ্কারীরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে,দুর্দান্ত লোকদের মণ্ডলী আমার প্রাণের খোঁজ করছে,তারা তোমাকে নিজেদের সম্মুখে রাখে নি।

15. কিন্তু, হে মালিক, তুমি স্নেহশীল ও কৃপাময় আল্লাহ্‌,ক্রোধে ধীর এবং অটল মহব্বত ও বিশ্বস্ততায় মহান।

16. আমার প্রতি দৃষ্টি দাও এবং আমাকে রহম কর,তোমার গোলামকে তোমার শক্তি দাও,তোমার বাঁদীর পুত্রকে উদ্ধার কর।

17. আমার জন্য মঙ্গলের কোন চিহ্ন-কাজ সাধন কর,যেন আমার বিদ্বেষীরা তা দেখে লজ্জা পায়,কেননা, হে মাবুদ, তুমিই আমার সাহায্য করেছ,ও আমাকে সান্ত্বনা দিয়েছ।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 86