ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 86:15-17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. কিন্তু, হে মালিক, তুমি স্নেহশীল ও কৃপাময় আল্লাহ্‌,ক্রোধে ধীর এবং অটল মহব্বত ও বিশ্বস্ততায় মহান।

16. আমার প্রতি দৃষ্টি দাও এবং আমাকে রহম কর,তোমার গোলামকে তোমার শক্তি দাও,তোমার বাঁদীর পুত্রকে উদ্ধার কর।

17. আমার জন্য মঙ্গলের কোন চিহ্ন-কাজ সাধন কর,যেন আমার বিদ্বেষীরা তা দেখে লজ্জা পায়,কেননা, হে মাবুদ, তুমিই আমার সাহায্য করেছ,ও আমাকে সান্ত্বনা দিয়েছ।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 86