ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 74:13-23 কিতাবুল মোকাদ্দস (BACIB)

13. তুমিই তোমার পরাক্রমে সমুদ্রকে বিভক্ত করেছিলে,তুমিই পানিতে নাগদের মাথা চূর্ণ করেছিলে।

14. তুমিই লিবিয়াথনের মাথা চূর্ণ করেছিলে,মরুভূমি-নিবাসী সকলকে খাদ্য হিসেবে তার দেহ দিয়েছিলে।

15. তুমিই ফোয়ারা ও বন্যার জন্য পথ করেছিলে,তুমিই নিত্য প্রবাহিনী নদী শুকিয়ে ফেলেছিলে।

16. দিন তোমার, রাত তোমার;তুমিই জ্যোতিষ্ক ও সূর্য রচনা করেছ।

17. তুমিই দুনিয়ার সমস্ত সীমা স্থাপন করেছ;তুমিই গ্রীষ্মকাল ও শীতকাল স্থাপন করেছ।

18. হে মাবুদ স্মরণ কর, কেমন করে দুশমন তিরস্কার করেছে,মূঢ় জাতি তোমার নাম তুচ্ছ করেছে।

19. তোমার ঘুঘুর প্রাণ বন্য পশুকে দিও না;তোমার দুঃখীদের জীবন চিরতরে ভুলে থেকো না।

20. সেই নিয়মের প্রতি দৃষ্টি রাখ;কেননা দুনিয়ার অন্ধকারময় সমস্ত স্থান অত্যাচারের বসতিতে পরিপূর্ণ।

21. উৎপীড়িত ব্যক্তি যেন লজ্জিত হয়ে ফিরে না যায়;দুঃখী ও দরিদ্র তোমার নামের প্রশংসা করুক।

22. উঠ, হে আল্লাহ্‌, তোমার ঝগড়া নিষ্পন্ন কর;স্মরণ কর, মূঢ় সমস্ত দিন তোমাকে কেমন তিরস্কার করে।

23. তোমার বিপক্ষদের কোলাহল ভুলে যেয়ো না;তোমার প্রতিপক্ষদের কলহ নিয়ত উঠছে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 74