ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 7:10-17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

10. আল্লাহ্‌ আমার ঢালধারী,তিনি সরল চিত্তদের রক্ষাকর্তা।

11. আল্লাহ্‌ ধর্মময় বিচারকর্তা;তিনি প্রতিদিন ক্রোধকারী আল্লাহ্‌।

12. মানুষ যদি না ফেরে,তবে তিনি তাঁর তলোয়ারে শান দেবেন;তিনি নিজের ধনুকে চাড়া দিয়েছেন,তা প্রস্তুত করেছেন।

13. ওর জন্য তিনি মৃত্যুর অস্ত্রশস্ত্র প্রস্তুত করেছেন;তিনি নিজের বাণগুলো অগ্নিবাণে পরিণত করেন।

14. দেখ, সে অধর্ম গর্ভে ধারণ করে,উপদ্রবে পূর্ণগর্ভ হয়, মিথ্যাকে প্রসব করে।

15. সে কূপ খনন করে গভীর করেছে,কিন্তু নিজের খনন করা গর্তে নিজেই পড়লো।

16. তার জুলুম তারই মাথায় ফিরবে,তার দৌরাত্ম্য তারই মাথার উপর নেমে আসবে।

17. আমি মাবুদের ধর্মশীলতানুসারে তাঁর শুকরিয়া আদায় করবো,সর্বশক্তিমান মাবুদের নামের প্রশংসা গান করবো।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 7