ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 7:1-12 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. হে মাবুদ, আমার আল্লাহ্‌, আমি তোমারই আশ্রয় নিয়েছি;আমার সকল তাড়নাকারী থেকে আমাকে নিস্তার কর,আমাকে উদ্ধার কর।

2. পাছে দুশমন সিংহের মত আমার প্রাণ ছিন্নভিন্ন করে, খণ্ড খণ্ড করে,যখন রক্ষাকারী কেউ নেই।

3. হে মাবুদ, আমার আল্লাহ্‌,যদি আমি সেই কাজ করে থাকি,যদি আমার হাতে অন্যায় লেগে থাকে;

4. যদি আমি বন্ধুর অপকার করে থাকি,(বরং যে অকারণে আমার দুশমন, তাকেও উদ্ধার করেছি),তবে দুশমন দৌঁড়ে আমার প্রাণ ধরুক,

5. আমার জীবন ভূমিতে দলিত করুক,এ বং আমার গৌরব ধূলিসাৎ করুক।[সেলা।]

6. হে মাবুদ, ক্রোধভরে উত্থান কর,আমার দুশমনদের ক্রোধের প্রতিকূলে উঠ,আমার পক্ষে জাগ্রত হও;তুমি বিচারের হুকুম দিয়েছ।

7. জাতিরা তোমার চারপাশে জমায়েত হোক;তাদের উপরে তুমি উঁচু স্থানে তোমার আসনে বস।

8. মাবুদ জাতিদের বিচার করেন;হে মাবুদ, আমার ধার্মিকতা ও আমার আন্তরিক সিদ্ধতানুসারেআমার বিচার কর।

9. আরজ করি, দুষ্টদের নাফরমানী শেষ হোক,কিন্তু ধার্মিককে সুস্থির কর;ধর্মময় আল্লাহ্‌ তো অন্তঃকরণ ও মর্মের পরীক্ষক।

10. আল্লাহ্‌ আমার ঢালধারী,তিনি সরল চিত্তদের রক্ষাকর্তা।

11. আল্লাহ্‌ ধর্মময় বিচারকর্তা;তিনি প্রতিদিন ক্রোধকারী আল্লাহ্‌।

12. মানুষ যদি না ফেরে,তবে তিনি তাঁর তলোয়ারে শান দেবেন;তিনি নিজের ধনুকে চাড়া দিয়েছেন,তা প্রস্তুত করেছেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 7