ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 68:25-35 কিতাবুল মোকাদ্দস (BACIB)

25. সম্মুখে গায়করা, পিছনে বাদ্যকররা চললো,বাদ্যবাদিনী কুমারীদের মধ্যস্থানে।

26. জনসমাগমের মধ্যে আল্লাহ্‌র শুকরিয়া কর;তোমরা, যারা ইসরাইলরূপ ফোয়ারা থেকে উৎপন্ন,তোমরা প্রভুর শুকরিয়া কর।

27. সেখানে আছেন তাদের শাসক কনিষ্ঠ বিন্‌ইয়ামীন,এহুদার নেতৃবর্গ ও তাদের জনগণ,সবূলূনের নেতৃবর্গ, নপ্তালির নেতৃবর্গ।

28. হে আল্লাহ্‌, তোমার পরাক্রমকে ডাক,হে আল্লাহ্‌, তোমার শক্তি দেখাও,যেমন তুমি আমাদের আগে সাধন করেছ,

29. জেরুশালেমে তোমার এবাদতখানা আছে বলে,বাদশাহ্‌রা তোমার উদ্দেশে উপহার আনবেন।

30. তুমি নল-বনের বন্যপশুকে ভর্ৎসনা কর,জাতিদের বাছুরগুলোকে ও ষাঁড়গুলোকে ভর্ৎসনা কর;তারা প্রত্যেকে বিনীত হয়ে রূপার থান পায়ের তলায় রাখুক;যেসব জাতি যুদ্ধ ভালবাসে, তিনি তাদেরকে ছিন্নভিন্ন করলেন।

31. মিসর থেকে প্রধান প্রধান লোক আসবে;ইথিওপিয়া শীঘ্র আল্লাহ্‌র কাছে হাত বাড়াবে।

32. হে দুনিয়ার সমস্ত রাজ্য, আল্লাহ্‌র উদ্দেশে গজল গাও;সেই প্রভুর প্রশংসা গান কর।[সেলা।]

33. যিনি আদিকালীন বেহেশতের বেহেশত দিয়ে রথারোহণে গমন করেন;শোন, তিনি তাঁর কণ্ঠস্বর, পরাক্রান্ত কণ্ঠস্বর পাঠান।

34. আল্লাহ্‌র পরাক্রম ঘোষণা কর;তাঁর মহিমা ইসরাইলের উপরে,তাঁর পরাক্রম আসমান জুড়ে রয়েছে।

35. হে আল্লাহ্‌, তুমি তোমার পবিত্র স্থানে ভয়াবহ;ইসরাইলের আল্লাহ্‌,তিনিই তাঁর লোকদেরকে পরাক্রম ও শক্তি দেন।আল্লাহ্‌ ধন্য হোন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 68