ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 68:22-28 কিতাবুল মোকাদ্দস (BACIB)

22. প্রভু বললেন, আমি বাশন থেকে পুনর্বার আনবো,সমুদ্রের গভীর তল থেকে [তাদেরকে] পুনর্বার আনবো,

23. যেন তোমার চরণ রক্তে ডুবাতে পার,যেন তোমার কুকুরদের জিহ্বা তোমার দুশমনদের থেকে অংশ পায়।

24. হে আল্লাহ্‌, লোকে তোমার গমন দেখেছে;পবিত্র স্থানে আমার আল্লাহ্‌র, আমার বাদশাহ্‌র, গমন দেখেছে।

25. সম্মুখে গায়করা, পিছনে বাদ্যকররা চললো,বাদ্যবাদিনী কুমারীদের মধ্যস্থানে।

26. জনসমাগমের মধ্যে আল্লাহ্‌র শুকরিয়া কর;তোমরা, যারা ইসরাইলরূপ ফোয়ারা থেকে উৎপন্ন,তোমরা প্রভুর শুকরিয়া কর।

27. সেখানে আছেন তাদের শাসক কনিষ্ঠ বিন্‌ইয়ামীন,এহুদার নেতৃবর্গ ও তাদের জনগণ,সবূলূনের নেতৃবর্গ, নপ্তালির নেতৃবর্গ।

28. হে আল্লাহ্‌, তোমার পরাক্রমকে ডাক,হে আল্লাহ্‌, তোমার শক্তি দেখাও,যেমন তুমি আমাদের আগে সাধন করেছ,

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 68