ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 68:1-10 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. আল্লাহ্‌ উঠুন, তাঁর দুশমনেরা ছিন্নভিন্ন হোক,তাঁর বিদ্বেষীরা তাঁর সম্মুখ থেকে পালিয়ে যাক।

2. বাতাসে যেমন ধোঁয়া উড়ে যায়,তেমনি তুমি তাদেরকে উড়িয়ে নিয়ে যাও;যেমন আগুনের সম্মুখে মোম গলে যায়,তেমনি আল্লাহ্‌র সম্মুখে দুষ্টরা বিনষ্ট হোক।

3. কিন্তু ধার্মিকেরা আনন্দ করুক,আল্লাহ্‌র সাক্ষাতে উল্লাস করুক,তারা আনন্দে আহ্লাদিত হোক।

4. তোমরা আল্লাহ্‌র উদ্দেশে গজল গাও,তাঁর নামের ঘোষণা কর;যিনি মরুভূমি দিয়ে বাহনে আসছেন,তাঁর জন্য রাজপথ বাঁধ;তাঁর নাম ‘মাবুদ’ (ইয়াহ্‌),তাঁর সাক্ষাতে উল্লাস কর।

5. আল্লাহ্‌ তাঁর পবিত্র বাসস্থানেএতিমদের পিতা ও বিধবাদের বিচারকর্তা।

6. আল্লাহ্‌ সঙ্গীহীনদেরকে পরিবারে মধ্যে বাস করান,তিনি বন্দীদেরকে মুক্ত করে সহিসালামতে রাখেন;কিন্তু বিদ্রোহীরা দগ্ধ ভূমিতে বাস করে।

7. হে আল্লাহ্‌, তুমি যখন নিজের লোকদের আগে আগে যাচ্ছিলে,যখন শুকনো ভূমি দিয়ে গমন করছিলে,[সেলা।]

8. তখন দুনিয়া কেঁপে উঠলো, আসমান বৃষ্টি ঢেলে দিল;আল্লাহ্‌র সাক্ষাতে, ঐ সিনাই আল্লাহ্‌র সাক্ষাতে,আল্লাহ্‌র সাক্ষাতে, ইসরাইলের আল্লাহ্‌র সাক্ষাতে।

9. হে আল্লাহ্‌, তুমি পানির ধারা বর্ষালে,তোমার অধিকার ক্লান্ত হলে তুমিই তা সুস্থির করলে।

10. তোমার লোকবৃন্দ তার মধ্যে বাস করলো;হে আল্লাহ্‌, তুমি তোমার মঙ্গলভাবে দুঃখীর জন্য আয়োজন করলে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 68