ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 6:3-10 কিতাবুল মোকাদ্দস (BACIB)

3. আমার প্রাণও ভীষণ ভয় পেয়েছে;আর তুমি, হে মাবুদ, আর কত কাল?

4. হে মাবুদ ফিরে এসো, আমার প্রাণ রক্ষা কর,তোমার অটল মহব্বতের গুণে আমাকে উদ্ধার কর।

5. কেননা মৃত্যুতে তোমাকে স্মরণ করা যায় না,পাতালে কে তোমার প্রশংসা করবে?আমি কাতর আর্তনাদ করতে করতে শ্রান্ত হয়েছি;

6. প্রতি রাতে আমি বিছানা ভাসাই,আমি নেত্রজলে পালঙ্ক ভিজাই।

7. মনস্তাপে আমার চোখ ক্ষীণ হচ্ছে;আমার সকল দুশমনের জন্য তা দুর্বল হচ্ছে।

8. হে অধর্মাচারী সকলে, আমা থেকে দূর হও,কেননা মাবুদ আমার কান্নার আওয়াজ শুনেছেন।

9. মাবুদ আমার ফরিয়াদ শুনেছেন;মাবুদ আমার মুনাজাত গ্রাহ্য করবেন।

10. আমার সমস্ত দুশমন লজ্জিত হবে ও ভীষণ ভয় পাবে;তারা ফিরে যাবে, হঠাৎ লজ্জিত হবে।  

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 6