ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 55:7-15 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. দেখ, আমি ভ্রমণ করে দূরে যেতাম,মরুভূমিতে প্রবাস করতাম;[সেলা।]

8. আমি তাড়াতাড়ি রক্ষা পাবার জন্য পালিয়ে যেতাম,প্রচণ্ড বায়ু ও ঝটিকা থেকে পালিয়ে যেতাম।

9. দুষ্টদের হতবুদ্ধি কর, হে প্রভু, ওদের পরিকল্পনা ধ্বংস কর;কেননা আমি নগরে দৌরাত্ম্য ও কলহ দেখেছি।

10. তারা দিনরাত প্রাচীরের উপর দিয়ে নগর প্রদক্ষিণ করে,আর তার মধ্যে অধর্ম ও অন্যায় রয়েছে।

11. তার মধ্যে রয়েছে ধ্বংসের কাজ;জুলুম ও ছলনা তার নগর-চক ত্যাগ করে না।

12. কোন দুশমন যে আমাকে তিরস্কার করেছে, তা নয়,করলে আমি তা সইতে পারতাম;বিদ্বেষীও আমার বিরুদ্ধে অহংকার করে নি,করলে তা থেকে নিজেকে লুকাতাম।

13. কিন্তু, আমার সমকক্ষ মানুষ যে তুমি,আমার বন্ধু ও আমার আত্মীয়, তুমিই তা করেছ।

14. আমরা একত্র হয়ে মধুর মন্ত্রণা করতাম,আমরা সদলে আল্লাহ্‌র গৃহে গমন করতাম।

15. মৃত্যু তাদের উপরে হঠাৎ আসুক;তারা জীবদ্দশায় পাতালে নামুক;কারণ তাদের বাড়িতে এবং তাদের অন্তরে নাফরমানী আছে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 55