ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 50:9-19 কিতাবুল মোকাদ্দস (BACIB)

9. আমি তোমার বাড়ি থেকে ষাঁড়,তোমার খোঁয়াড় থেকে ছাগল নেব না।

10. কেননা বনের সমস্ত জন্তু আমার,হাজার হাজার পাহাড়ী পশু আমার।

11. আমি পর্বতমালার সমস্ত পাখিকে জানি,মাঠের সমস্ত প্রাণী আমার সম্মুখবর্তী।

12. আমি ক্ষুধিত হলে তোমাকে বলবো না;কেননা দুনিয়া ও তার সমস্তই আমার।

13. আমি কি ষাঁড়ের মাংস ভোজন করবো?আমি কি ছাগলের রক্ত পান করবো?

14. তুমি আল্লাহ্‌র উদ্দেশে শুকরিয়া উৎসর্গ কর,সর্বশক্তিমানের কাছে তোমার নিজের মানত পূর্ণ কর;

15. আর সঙ্কটের দিনে আমাকে ডেকো;আমি তোমাকে উদ্ধার করবো ও তুমি আমার গৌরব করবে।

16. কিন্তু দুষ্টকে আল্লাহ্‌ বলেন,আমার বিধি তবলিগ করতে তোমার কি অধিকার?তুমি আমার নিয়ম কেন মুখে এনেছ?

17. তুমি তো শাসন ঘৃণা করে থাক,আমার কালাম তোমার পিছনেই রেখে থাক।

18. চোরকে দেখলে তুমি তার সঙ্গে বন্ধুত্ব করতে,তুমি ব্যভিচারীদের সহভাগী হতে।

19. তুমি মন্দ বিষয়ে মুখ বাড়িয়ে থাক,তোমার জিহ্বা ছল রচনা করে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 50