ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 40:6-17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

6. কোরবানীতে ও নৈবেদ্যে তুমি প্রীত নহ,তুমি আমার উম্মুক্ত কর্ণ দিয়েছ;তুমি পোড়ানো-কোরবানী ও গুনাহ্‌র জন্য কোরবানী চাও নি;

7. তখন আমি বললাম, দেখ, আমি এসেছি;যেমন পাক-কিতাবে আমার বিষয় লেখা আছে।

8. হে আমার আল্লাহ্‌, তোমার অভীষ্ট সাধনে আমি প্রীত,আর তোমার শরীয়ত আমার অন্তরে আছে।

9. আমি মহাসমাজে ধর্মশীলতার মঙ্গলবার্তা তবলিগ করেছি;দেখ, আমার ওষ্ঠাধর রুদ্ধ করি না;হে মাবুদ, তুমি তা জান।

10. আমি তোমার ধর্মশীলতা নিজের হৃদয়মধ্যে সঙ্গোপন করি নি,তোমার বিশ্বস্ততা ও তোমার উদ্ধার তবলিগ করেছি;তোমার অটল মহব্বত ও বিশ্বস্ততা মহাসমাজ থেকে গুপ্ত রাখি নি।

11. হে মাবুদ, তুমিও আমা থেকে তোমার করুণা রুদ্ধ করো না;তোমার অটল মহব্বত ও তোমার বিশ্বস্ততা সতত আমাকে রক্ষা করুক।

12. কেননা অসংখ্য বিপদ আমাকে ঘিরে ধরেছে;আমার অপরাধগুলো আমাকে ধরেছে;আমি দেখতে পাচ্ছি না;আমার মাথার চুলের চেয়েও সেসব বেশি,আমার হৃদয়ে সাহস বলতে কিছু নেই।

13. হে মাবুদ, অনুগ্রহ করে আমাকে উদ্ধার কর,মাবুদ, আমাকে সাহায্য করতে তৎপর হও।

14. তারা সকলেই লজ্জিত ও হতাশ হোক,যারা সংহার করতে আমার প্রাণের খোঁজ করে,তারা ফিরে যাক, অপমানিত হোক,যারা আমার বিপদে প্রীত হয়।

15. তারা নিজেদের লজ্জার দরুন স্তম্ভিত হোক,যারা আমাকে বলে, আহা! আহা!

16. যারা তোমার খোঁজ করে,তারা সকলে তোমাতে আমোদ ও আনন্দ করুক;যারা তোমার উদ্ধার ভালবাসে,তারা সতত বলুক, মাবুদ মহিমান্বিত হোন।

17. আমি দুঃখী ও দরিদ্র,প্রভুই আমার পক্ষে চিন্তা করেন;তুমি আমার সহায় ও আমার উদ্ধারকর্তা;হে আমার আল্লাহ্‌, বিলম্ব করো না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 40