ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 40:1-5 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. আমি ধৈর্যসহ মাবুদের অপেক্ষা করছিলাম,তিনি আমার প্রতি মনোযোগ দিয়ে আমার আর্তনাদ শুনলেন।

2. তিনি বিনাশের গর্ত থেকে, পঙ্কময় ভূমি থেকে, আমাকে তুললেন,তিনি শৈলের উপরে আমার চরণ রাখলেন,আমার পদসঞ্চার দৃঢ় করলেন।

3. তিনি আমার মুখে নতুন গজল,আমাদের আল্লাহ্‌র প্রশংসা-গজল দিলেন;অনেকে তা দেখবে, ভয় পাবে,ও মাবুদের উপর ঈমান আনবে।

4. সুখী সেই জন, যে মাবুদকে তার বিশ্বাসভূমি করে,এবং তাদের দিকে না ফেরে,যারা অহঙ্কারী ও মিথ্যা পথে ভ্রমণ করে।

5. হে মাবুদ, আমার আল্লাহ্‌, তুমিই প্রচুর পরিমাণে সাধন করেছআমাদের পক্ষে তোমার অলৌকিক সমস্ত কাজ ও তোমার সমস্ত সঙ্কল্প;তোমার মত কেউ নেই;আমি সেগুলো বলতাম ও বর্ণনা করতাম,কিন্তু সেগুলো গণনা করা যায় না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 40