ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 38:11-17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

11. আমার বন্ধুরা ও আমার সঙ্গীরাআমার ব্যাধি থেকে দূরে দাঁড়ায়,আমার জ্ঞাতিবর্গ দূরে দাঁড়িয়ে থাকে।

12. যারা আমার প্রাণের খোঁজ করে, তারা ফাঁদ পাতে;যারা আমার অনিষ্ট চেষ্টা করে, তারা বিনাশের কথা বলে,আর সমস্ত দিন ছলের চিন্তা করে।

13. কিন্তু বধিরের মত আমি কিছুই শুনতে পাই না,আমি এমন বোবার মত হয়েছি, যে মুখ খোলে না।

14. আমি এমন ব্যক্তির মত, যে শুনতে পায় না,যার মুখে প্রতিবাদ উচ্চারিত হয় না।

15. কারণ, হে মাবুদ, আমি তোমারই অপেক্ষা করছি;হে মালিক, আমার আল্লাহ্‌, তুমিই উত্তর দেবে।

16. কেননা আমি বললাম, পাছে ওরা আমার বিষয়ে আনন্দ করে,আমার চরণ টললেই আমার বিপক্ষে অহংকার করে।

17. আমি তো পড়তে উদ্যত;আমার ব্যথা সতত আমার গোচরে রয়েছে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 38