ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 37:30-40 কিতাবুল মোকাদ্দস (BACIB)

30. ধার্মিকের মুখ জ্ঞানের কথা বলে,তার জিহ্বা ন্যায়বিচারের কথা বলে।

31. তার আল্লাহ্‌র শরীয়ত তার দিলে আছে;তার পদবিক্ষেপ টলবে না।

32. দুষ্ট লোক ধার্মিকের প্রতি লক্ষ্য রাখে,তাকে খুন করতে চেষ্টা করে।

33. মাবুদ তাকে ওর হাতে ছেড়ে দেবেন না,তার বিচারকালে তাকে দোষী করবেন না।

34. মাবুদের অপেক্ষায় থাক, তাঁর পক্ষে চল;তাতে তিনি তোমাকে দেশের অধিকারভোগের জন্য উন্নত করবেন;দুষ্টদের উচ্ছেদ হলে তুমি তা দেখতে পাবে।

35. আমি দুষ্টকে মহাক্ষমতাশালী দেখেছি,উৎপত্তি স্থানের সতেজ গাছের মত প্রসারিত দেখেছি।

36. কিন্তু আমি সেই পথে গেলাম, দেখ, সে নেই,আমি খোঁজ করলাম, কিন্তু তাকে পাওয়া গেল না।

37. নির্দোষদের কথা বিবেচনা কর,সরলকে নিরীক্ষণ কর;শান্তিপ্রিয় ব্যক্তির কাজের শেষে সুফল আছে।

38. কিন্তু অধর্মাচারীরা সকলেই বিনষ্ট হবে;দুষ্টদের শেষ ফল উচ্ছিন্ন হবে।

39. ধার্মিকদের উদ্ধার মাবুদ থেকে,তিনি সঙ্কটকালে তাদের আশ্রয়।

40. মাবুদ তাদের সাহায্য করেন, তাদেরকে রক্ষা করেন,তিনি দুষ্টদের থেকে তাদের রক্ষা করেন ও তাদের নাজাত করেন,কারণ তারা তাঁর আশ্রয় নিয়েছে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 37