ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 37:25-33 কিতাবুল মোকাদ্দস (BACIB)

25. আমি যুবক ছিলাম, এখন বৃদ্ধ হয়েছি,কিন্তু ধার্মিককে পরিত্যক্ত হতে দেখি নি,তার বংশকে খাদ্য ভিক্ষা করতে দেখি নি।

26. সেসব দিন রহম করে ও ধার দেয়,তার বংশ দোয়া পায়।

27. তুমি মন্দ থেকে দূরে যাও,সদাচরণ কর, তাতে চিরকাল বাস করবে।

28. কেননা মাবুদ ন্যায়বিচার ভালবাসেন;তিনি তাঁর বিশ্বস্তদেরকে পরিত্যাগ করেন না;তারা চিরকাল সুরক্ষিত হয়;কিন্তু দুষ্টদের বংশ উচ্ছিন্ন হবে।

29. ধার্মিকেরা দেশের অধিকারী হবেতারা নিয়ত সেখানে বাস করবে।

30. ধার্মিকের মুখ জ্ঞানের কথা বলে,তার জিহ্বা ন্যায়বিচারের কথা বলে।

31. তার আল্লাহ্‌র শরীয়ত তার দিলে আছে;তার পদবিক্ষেপ টলবে না।

32. দুষ্ট লোক ধার্মিকের প্রতি লক্ষ্য রাখে,তাকে খুন করতে চেষ্টা করে।

33. মাবুদ তাকে ওর হাতে ছেড়ে দেবেন না,তার বিচারকালে তাকে দোষী করবেন না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 37