ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 37:1-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. তুমি দুরাচারদের বিষয়ে রুষ্ট হয়ো না;অধর্মাচারীদের প্রতি ঈর্ষা করো না।

2. কেননা তারা ঘাসের মত শীঘ্র ছিন্ন হবে,সবুজ ঘাসের মত ম্লান হবে।

3. মাবুদের উপর নির্ভর রাখ, সদাচরণ কর,তবে দেশে বাস করবে, নিরাপত্তার জন্য আনন্দ করবে।

4. আর মাবুদে আনন্দ কর,তিনি তোমার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করবেন।

5. তোমার গতি মাবুদের উপর অর্পণ কর,তাঁর ওপর নির্ভর কর, তিনিই কাজ সাধন করবেন।

6. তিনি আলোর মত তোমার ধার্মিকতা,মধ্যাহ্ন কালের মত তোমার বিচার প্রকাশ করবেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 37