ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 35:7-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. কেননা তারা অকারণে আমার জন্য গর্তের মধ্যে গুপ্ত জাল পেতেছে,অকারণে আমার প্রাণের জন্য খাদ খনন করেছে।

8. অজ্ঞাতসারে তার সর্বনাশ উপস্থিত হোক;সে গোপনে পাতা নিজের জালে নিজে ধরা পড়ুক,সেই সর্বনাশে সে নিজেই ধরা পড়ুক।

9. আর আমার প্রাণ মাবুদে উল্লসিত হবে,তাঁর উদ্ধারে আনন্দ করবে।

10. আমার সকল অস্থি বলবে,হে মাবুদ, তোমার মত আর কে আছে?তুমিই দুঃখীকে তার চেয়ে বলবান ব্যক্তি থেকে,দুঃখী দরিদ্রকে তার লুণ্ঠনকারী থেকে, উদ্ধার করে থাক।

11. দুর্বৃত্ত সাক্ষীরা উঠছে, আমি যা জানি না,তা আমার কাছে জানতে চায়।

12. তারা উপকারের পরিবর্তে আমার অপকার করে,তাতে আমার প্রাণ এতিম হয়।

13. কিন্তু তাদের অসুস্থতার সময়ে আমি চট পরতাম,আমি রোজা দ্বারা আমার প্রাণকে দুঃখ দিতাম,আমার মুনাজাত আমার বুকে ফিরে আসবে।

14. আমি তাদেরকে নিজের বন্ধুবা নিজের ভাই বলে মনে করতাম,আমি মাতৃশোকাতুরের মত শোকার্ত হয়ে অধোমুখে থাকতাম।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 35