ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 34:4-15 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. আমি মাবুদের খোঁজ করলাম,তিনি আমাকে জবাব দিলেন,আমার সকল আশঙ্কা থেকে উদ্ধার করলেন।

5. ওরা তাঁর প্রতি দৃষ্টিপাত করে দীপ্যমান হল;তাদের মুখ কখনও বিবর্ণ হবে না।

6. এই দুঃখী যখন ডাকল, মাবুদ শুনলেন,একে সকল সঙ্কট থেকে নিস্তার করলেন।

7. যারা মাবুদকে ভক্তিপূর্ণ ভয় করে,মাবুদের ফেরেশতা তাদের চারদিকে শিবির স্থাপন করেন,আর তাদেরকে উদ্ধার করেন।

8. আস্বাদন করে দেখ, মাবুদ মঙ্গলময়;সুখী সেই ব্যক্তি, যে তাঁর শরণাপন্ন।

9. হে তাঁর পবিত্র ব্যক্তিরা, মাবুদকে ভয় কর,কেননা তাঁর ভয়কারীদের অভাব হয় না।

10. যুবসিংহদের অনটন ও ক্ষুধায় কষ্ট হয়,কিন্তু যারা মাবুদের খোঁজ করে,তাদের কোন মঙ্গলের অভাব হয় না।

11. এসো, বৎসরা, আমার কথা শোন,আমি তোমাদেরকে মাবুদের ভয় শিক্ষা দিই।

12. কোন্‌ ব্যক্তি জীবনে প্রীত হয়,মঙ্গল দেখবার জন্য দীর্ঘায়ু ভালবাসে?

13. তুমি হিংসা থেকে তোমার জিহ্বাকে,ছলনার কথা থেকে তোমার ঠোঁটকে সাবধানে রাখ।

14. মন্দ থেকে দূরে যাও, যা ভাল তা-ই কর;শান্তির খোঁজ কর ও তার অনুধাবন কর।

15. ধার্মিকদের প্রতি মাবুদের দৃষ্টি আছে,তাদের আর্তনাদের প্রতি তাঁর কান আছে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 34